1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আক্ষরিক অর্থে আবার বিচ্ছিন্ন  জনসন

১৬ নভেম্বর ২০২০

ট্রাম্পের পরাজয় ও ঘনিষ্ঠ উপদেষ্টাদের বিদায়ের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা সংক্রমণের আশঙ্কায় নিজেকে বিচ্ছিন্ন করেছেন৷ চলতি সপ্তাহেই ইইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কথা৷

ছবি: Downing Street/PA/dpa/picture-alliance

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একের পর এক নাটকীয় ধাক্কার মুখে পড়ছেন৷ অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ‘বন্ধু’ ডনাল্ড ট্রাম্পের পরাজয়ের পরেই ক্ষমতাকেন্দ্রের দুই ঘনিষ্ঠ ব্যক্তির প্রস্থান তাঁর প্রায় একচ্ছত্র ক্ষমতা অনেকটা দুর্বল করে দিয়েছে৷ তার উপর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তির বিষয়ে ঐকমত্যের শেষ সুযোগের ঠিক আগে তিনি করোনা সংক্রমণের আশঙ্কায় আবার নিজেকে বিচ্ছিন্ন করতে বাধ্য হলেন৷ উল্লেখ্য, এপ্রিল মাসে করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাঁর প্রাণসংশয় দেখা দিয়েছিল৷ এক টুইট বার্তায় জনসন অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছেন, যে তাঁর শরীরে কোনো উপসর্গ নেই৷ এক ব্যক্তির সংস্পর্শে আসায় তিনি নিয়ম মেনে নিজেকে বিচ্ছিন্ন রাখছেন৷ তবে বিচ্ছিন্ন থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন বলে দাবি করেছেন৷

  

বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টোরি দলের সংসদ সদস্য লি অ্যান্ডারসনের সঙ্গে প্রায় ৩৫ মিনিট সময় কাটিয়েছিলেন৷ সে সময়ে দুজনের কেউই মাস্ক পরেন নি৷ তাঁদের মধ্যে দূরত্ব ছিল এক মিটারের মতো৷ শনিবার অ্যান্ডারসনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে৷ এদিকে গোটা দেশে করোনা সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ আপাতত ২রা ডিসেম্বর পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে৷ তবে পরিস্থিতি সামলাতে জনসন সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা বেড়ে চলেছে৷ জনমত সমীক্ষায় জনসনের প্রতি জনসমর্থনও পড়তির দিকে৷

  

এমন কঠিন পরিস্থিতিতে বরিস জনসনের প্রধান উপদেষ্টা ও ব্রেক্সিট প্রচার অভিযানের মূল হোতা ডমিনিক কামিংস শুক্রবার ডাউনিং স্ট্রিট ছেড়ে চলে গেছেন৷ তার এক দিন আগে জনসনের যোগাযোগ দপ্তরের প্রধান লি কেইনও পদত্যাগ করেন৷ ফলে করোনা সংকট বা ইইউ-র সঙ্গে আলোচনার বিষয়ে তিনি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তির কাছে আর পরামর্শ চাইতে পারবেন না৷ অন্যদিকে তাদের প্রস্থানের ফলে মন্ত্রিসভা, সরকার ও দলের সঙ্গে জনসনের সংঘাত আগের তুলনায় কমে যাবে বলে ক্ষমতাসীন দলের একাংশ আশা করছে৷ তবে সংবাদ মাধ্যমের একাংশের সূত্র অনুযায়ী কামিংস ও কেইন ডাউনিং স্ট্রিট ছেড়ে চলে গেলেও মেয়াদের বাকি সময় তাঁরা বাসা থেকে কাজ করবেন৷

  

কামিংস ও কেইনের মতো কট্টর ব্রেক্সিটপন্থিরা কোণঠাসা হয়ে পড়ায় চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বোঝাপড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে কিছু বিশেষজ্ঞ মনে করছেন৷ সে ক্ষেত্রে ব্রিটেন ইইউ-র বেশিরভাগ শর্ত মেনে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে রাজি হতে পারে৷ তখন ১লা জানুয়ারি থেকে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে তেমন কোনো বিঘ্ন ঘটবে না৷ আলোচনা বিফল হলে শুল্কসহ নানা বাধা সৃষ্টি হতে চলেছে৷ দ্বিপাক্ষিক বাণিজ্যের মাত্রাও অনেক কমে যাবার আশঙ্কা রয়েছে৷ এমনটা হলে ব্রেক্সিট ও করোনা মহামারির ফলে বিপর্যস্ত ব্রিটিশ অর্থনীতি আরও দুর্দিনের মুখ দেখতে পারে৷

ব্রেক্সিট পুরোপুরি কার্যকর হবার পরেও ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকবে বলে মনে করেন ব্রিটেনের যুবরাজ চার্লস৷ রবিবার জার্মান সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরেন৷ ব্রিটেনের রাজপরিবারের সঙ্গে জার্মানির নিবিড় পারিবারিক সম্পর্কের সুবাদে তিনি ভাষণের কিছু অংশ জার্মান ভাষায় পড়ে শোনান৷

  

এসবি/কেএম (ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ