৩০৫ রান করেও হারতে হয়েছে ইংলিশদের কাছে৷ চ্যাম্পিয়নস ট্রফিতে এর আগে কোনো দল এত রান করে ম্যাচ হারেনি৷ টাইগারদের জন্য বিষয়টি হতাশার৷ প্রশ্ন উঠেছে, কোথাও কি ভুল ছিল?
বিজ্ঞাপন
ভারতের সঙ্গে মাত্র দু'দিন আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ভরাডুবি হয়েছিল বাংলাদেশের৷ মাত্র ৮৪ রানে অলআউট হওয়ায় দলের ব্যাটিং নিয়ে ম্যানেজমেন্টের সম্ভবত আশঙ্কা ছিল৷ ক্রিকেটবোদ্ধারা বলছেন, এমন আশঙ্কা থেকেই আটজন ব্যাটসম্যান নিয়ে বৃহস্পতিবার ওভালে ইংলিশদের মুখোমুখি হয়েছিল টাইগাররা৷
তবে আট ব্যাটসম্যান নিয়ে তিনশ' পেরোনো গেলেও জয় পাওয়া সম্ভব হয়নি৷ দলের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল৷ ইংল্যান্ডের বিপক্ষে আবারো সেঞ্চুরি করলেন তিনি, তবে ২০১০ সালের মতো এবারো হেরেছে তার দল৷ আর দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান রান এসেছে মুশফিক রহিমের ব্যাট থেকে ৷ এই দুই খেলোয়াড় ছাড়া বাকিরা কার্যত আসা-যাওয়ার মধ্যেই ছিলেন৷ ফলে শেষ কয়েক ওভারে দলের ভাণ্ডারে আশানুরুপ রান যোগ হয়নি৷
৩০৫ রান করার পরও খেলা শেষে তাই আক্ষেপ ছিল আরো ২৫-৩০ রান হলে ম্যাচটা হয়ত হাতছাড়া হতো না৷ অন্যদিকে, আট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামায় ইংলিশদের বিরুদ্ধে দশ ওভার বল করাতে হয়েছে অনিয়মিত বোলারদের দিয়ে৷ মাঝে মাঝে মুস্তাফিজ-রুবেলদের ওভারগুলোতে কম রান ওঠায় যে সুবিধা তৈরি হয়েছিল, তা অনেকটাই ইংলিশরা পুষিয়ে নিয়েছেন সেসব ওভারে৷ আর ফিল্ডিংয়ে যে সময় এক- দুই রান ঠেকানো দরকার ছিল, তখন অনেকটা রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়ে চার, ছয় ঠেকানোর চেষ্টা করা হয়েছে৷ সেটাও সম্ভবত ঠিক ছিল না, অন্তত ধারাভাষ্যকাররা সেই ইঙ্গিতই দিয়েছেন৷ দিন শেষে অনেকটা হেসেখেলেই জয় ছিনিয়ে নিয়েছেন ইংলিশরা৷
এদিকে, তিনশ'র বেশি স্কোর করার পরও ম্যাচ হারায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কিছুটা হতাশা৷ এমন ম্যাচ হারার কারণ খুঁজতে গিয়ে সংবাদকর্মীরা প্রশ্ন করেছেন দলের খেলোয়াড়দের৷ মুশফিকুর রহিম দলের খেলার সমালোচনা তেমন আমলে না নিলেও স্বীকার করেছেন, মিরাজ থাকলে হয়ত কিছুটা সুবিধা হতো৷ আর তামিম ইকবাল তো সরাসরিই দূষেছেন বোলারদের৷ ক্রিকইনফো-কে বলেছেন, ‘‘পরিকল্পনামতো বোলিং করতে না পারলে চারশ’ রানও যথেষ্ট নয়৷’’
প্রশ্ন হচ্ছে, আগামী ম্যাচে কি বাংলাদেশ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভালো করতে পারবে?
পাঠকের চোখে ক্রিকেটের সেরা একাদশ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জন্য খেলোয়াড় বাছাই করতে বলা হয়েছিল ডয়চে ভেলের পাঠকদের৷ ছিল পুরস্কার৷ পাঠক, মেহেদী হাসানের দেয়া তালিকা আমাদের পছন্দ হয়েছে৷ চলুন দেখে নেই তাঁর টিম৷
ছবি: Reuters
তামিম ইকবাল
ডয়চে ভেলের ফেসবুক পাতায় জমা পড়া নামের তালিকায় সবাই যাকে রেখেছেন, তিনি হচ্ছেন ওপেনার তামিম ইকবাল৷ চট্টগ্রামের এই বাহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দেশের পক্ষে সর্বোচ্চ রান করছেন৷ ডয়চে ভেলের পাঠক মেহেদী হাসানের মতে, টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট – সব দলেই মানানসই তামিম৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সৌম্য সরকার
সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার জাতীয় দলের সঙ্গে যাত্রা শুরু করেন ২০১৪ সালে৷ বাহাতি এই ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ১০৭৷ আমাদের পাঠকদের কেউ কেউ অবশ্য তাঁকে আপাতত দলের বাইরে রাখার পক্ষে৷ আর মেহেদী হাসানের মতে, টেস্টে তামিমের সঙ্গে থাকা উচিত ইমরুল কায়েসের৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
সাব্বির রহমান
জাতীয় দলের তৃতীয় ব্যাটসম্যানের জায়গা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে৷ আমাদের পাঠকদের অনেকে এই জায়গায় সাব্বির রহমানকে রাখতে চান৷ তবে কেউ কেউ এখানে খেলার ধরনের ভিত্তিতে ইমরুল কায়েস বা লিটন দাসকেও রাখতে আগ্রহী৷
ছবি: Getty Images/AFP/K. Manjunath
সাকিব আল হাসান
সাবিক আল হাসানের খ্যাতি বিশ্বজোড়া৷ মাগুরার এই অলরাউন্ডারকে সবাই দলে চান৷ ২০১৫ সালে সাকিব বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি-র সব ব়্যাংকে প্রথম অবস্থান অর্জন করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
মুশফিকুর রহিম
মাঠে উইকেটের পেছনে এক বিশ্বস্ত নাম মুশফিকুর রহিম৷ আমাদের প্রায় সব পাঠক তাঁকে দলে রেখেছেন৷ তবে টি-টোয়েন্টিতে তাঁকে কিপিংয়ে রাখতে রাজি নন পাঠক মেহেদী হাসান৷
ছবি: Getty Images/R. Pierse
মাহমুদুল্লাহ রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখা নিয়ে আমাদের পাঠকদের কারো আপত্তি নেই৷ তবে তাঁর কোন অবস্থানে ব্যাট করা উচিত, সেটা নিয়ে মতামত ভিন্ন৷ মেহেদী হাসানের মতে, টি-টোয়েন্টি এবং টেস্টে ষষ্ঠ আর ওয়ানডে তৃতীয় অবস্থানে খেলা উচিত তাঁর৷
ছবি: Getty Images/R. Pierse
নাসির হোসেন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কার্যত সাইড বেঞ্চে কাটিয়েছেন নাসির হোসেন৷ রংপুরের এই অলরাউন্ডারকে মূল একাদশে দেখতে আগ্রহী ডয়চে ভেলের পাঠকরা৷
ছবি: Getty Images/AFP/U. Zaman
মাশরাফি বিন মোর্তোজা
জাতীয় দলের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্তোজাকেই চান পাঠক মেহেদী হাসান৷ আর টেস্টে তাঁর পছন্দের অধিনায়ক মাহমুদুল্লাহ৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
তাসকিন আহমেদ
ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ব্যাটিংয়ে আবার বামহাতি৷ বর্তমানে ‘অবৈধ বোলিং অ্যাকশনের’ দায়ে আইসিসি-র নিষেধাজ্ঞায় আছেন তিনি৷ তবে আমাদের পাঠকরা তাঁকে ফেরত চান দ্রুত৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
মুস্তাফিজুর রহমান
ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সবক্ষেত্রেই মূল দলে চান ডয়চে ভেলের পাঠকরা৷ ভারতের আইপিএল-এও খেলছেন মুস্তাফিজ৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
লিটন দাস/শুভাগত হোম/নুরুল হাসান
এই তিনজনই সম্ভাবনাময় ক্রিকেটার৷ আসলে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে খেলার ধরন, ভেন্যু, পরিবেশসহ অনেক কিছু বিবেচনায় আনতে হয়৷ তাই চূড়ান্ত একাদশ কী হবে তা নির্ধারণ সহজ নয়৷ আমাদের ক্রিকেটপাগল পাঠকদের মতামতের ভিত্তিতে তৈরি এই গ্যালারিটিতে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে মাত্র৷