1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আখ থেকে তৈরি প্লাস্টিকের বোতল

১৭ ডিসেম্বর ২০১৭

প্লাস্টিক দূষণ আমাদের গ্রহের একটি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ তাই এক ফরাসি প্রযুক্তিবিদ আখ থেকে একটি প্লাস্টিকের বোতল তৈরি করেছেন, যা পুরোপুরি ‘বায়োডিগ্রেডেবল', অর্থাৎ কালে নিজেই পচে নষ্ট হয়ে যায়৷

Global Ideas Frankreich abbaubare Flaschen aus Biokunststoff
ছবি: Getty Images/AFP/X. Leoty

সারা বিশ্বে প্রতি মিনিটে দশ লাখ প্লাস্টিকের বোতল কেনা হয়৷ এমনকি জার্মানির মতো পরিবেশ বান্ধব দেশেও ক্রমে আরো বেশি মানুষ একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো প্লাস্টিকের বোতলের দিকে ঝুঁকছেন৷

অথচ প্লাস্টিকের বোতল তৈরিতে বিপুল পরিমাণ জ্বালানি ও অপরাপর সম্পদ খরচ হয়৷ এক জার্মানিতেই প্লাস্টিকের বোতল তৈরিতে লাগে বছরে ৬৬৫,০০০ টন খনিজ তেল ও ১,১০০ কোটি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ – যা থেকে বছরে সাড়ে বারো লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় (পরিবেশ সংগঠন ডিইউএইচ-এর পরিসংখ্যান)৷

অধিকাংশ প্লাস্টিকের বোতলই রিসাইকল করা সম্ভব, কিন্তু অধিকাংশ দেশের তা করার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই৷ ফলে বিপুল পরিমাণ প্লাস্টিক নদী বেয়ে সমুদ্রসৈকত ও সাগরে গিয়ে পড়ছে ও প্লাস্টিক বায়োডিগ্রেডেবল নয় বলে, সেখানে জমা হচ্ছে৷ এমনকি সাগরের মাছের মাধ্যমে তা মানুষের খাদ্যেও প্রবেশ করছে ও স্বাস্থ্যের বিপদ ঘটাচ্ছে৷

ফরাসি শিল্পপতি ও প্যাকেজিং ডিজাইনার নিকোলা মুফলে বহু বছর ধরে বড় বড় কোম্পানির জন্য প্লাস্টিকের বোতল তৈরি করেছেন৷ এবার তিনি একটি ‘‘ভেজান'' বা পুরোপুরি নিরামিষ বা ‘নির্প্লাস্টিক' বোতল বিকাশের কাজে মন দিয়েছেন৷ পেট্রোকেমিক্যাল থেকে তৈরি প্লাস্টিকের তুলনায় মুফলে-র কোম্পানির সৃষ্ট এই বোতল নাকি শতকরা ১০০ ভাগ বায়োডিগ্রেডেবল, বলে তাদের দাবি৷ 

‘এখো' বোতল?

আখ থেকে তৈরি বোতলগুলি বাজারে ছাড়া হয় বছর দেড়েক আগে৷ প্রধানত ফলের রসের দোকান অথবা জড়িবুটি কিংবা প্রসাধনদ্রব্যের বিক্রেতারা এই ‘নিরামিষ' বোতল ব্যবহার করে থাকেন৷ এই ‘বায়োপ্লাস্টিক' নাকি একবার মুক্ত প্রকৃতিতে গিয়ে পড়লে এক থেকে দু'বছরের মধ্যেই অন্তর্হিত হয়৷

ফ্রান্সের সেই গবেষণাগারছবি: Getty Images/AFP/X. Leoty

একটা মুশকিল থেকে যাচ্ছে: মুফলের কোম্পানি লিসপ্যাকেজিং-এর বোতলগুলো দেখতে ঠিক প্লাস্টিকের বোতলের মতো – সাদা এবং স্বচ্ছ – কাজেই গ্রাহকরা বুঝবেন কী করে যে এগুলো পরিবেশ বান্ধব এখো প্লাস্টিক থেকে তৈরি? তাই অলিভের বিচি গুঁড়িয়ে এখো প্লাস্টিকে রং ধরানোর কাজ চলেছে৷

লিসপ্যাকেজিং কোম্পানি চলতি বছর শেষ হবার আগে সাত লাখ বায়োডিগ্রেডেবল বোতল তৈরির পরিকল্পনা নিয়েছে৷ শুধু বোতলই নয়, অন্যান্য প্লাস্টিক পণ্যের ক্ষেত্রেও নিরামিষ ‘এখো' প্লাস্টিকের ব্যবহার দেখতে চান মুফলে – বিশেষ করে ফ্রান্স যখন সাধারণভাবে প্লাস্টিকের ব্যবহার কমানোর চেষ্টা চালাছে৷

২০১৬ সালে ফ্রান্স ঘোষণা করে যে, ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্লেট বা কাপ-ডিশ ও কাঁটাচামচ আগামীতে নিষিদ্ধ করা হবে ও তার পরিবর্তে কাপড় কিংবা মাড় থেকে তৈরি পণ্য ব্যবহার করা হবে, যা পচিয়ে সার করা সম্ভব৷ লিসপ্যাকেজিং-এর এখো প্লাস্টিক এক্ষেত্রে তার অবদান রাখার আশা করছে৷

জেনিফার কলিন্স/এসি

প্রতিবেদনটি কেমন লাগলো? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ