1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগরতলায় শেখ হাসিনা

১১ জানুয়ারি ২০১২

গোটা ত্রিপুরা যেন তার এই আগমনের প্রতীক্ষায় ছিল৷ রাজধানী আগরতলা সেজেছে উৎসবের সাজে, তোরণ দিয়ে, লাউড স্পিকারে শেখ মুজিবের একাত্তরের সেই ঐতিহাসিক ভাষণ বাজিয়ে৷

শেখ হাসিনার সফরকে ঘিরে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছেছবি: dapd

ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক আছে৷ সেই সম্পর্কের উৎপত্তি মুক্তিযুদ্ধের সময়৷ একদিকে যেমন এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছে, তেমনই ত্রিপুরায় আশ্রয় নিয়েছেন বাংলাদেশের বিশ লাখ মানুষ৷ তাই ত্রিপুরা আজ যেভাবে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দুই কন্যাকে স্বাগত জানাতে পারে, সেটা তার নিজস্ব৷ ত্রিপুরা স্বাগত জানাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও, যিনি একটি সুবিশাল প্রতিনিধিদল সঙ্গে করে এনেছেন৷ বৃহস্পতিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীকে ভূষিত করবে সাম্মানিক ডি.লিট ডিগ্রিতে৷

বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল৷ পরের কর্মসূচিতে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ