1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলচ্চিত্র প্রদর্শনী

১৩ ফেব্রুয়ারি ২০১২

বাংলাদেশের ৪০তম বিজয় দিবস উপলক্ষে আগরতলায় হয়ে গেল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী৷ এতে বাংলাদেশের ছয়টি চলচ্চিত্র দেখানো হয়৷ এগুলো হচ্ছে মাটির ময়না, খেলাঘর, জয়যাত্রা, খন্ড গল্প ১৯৭১, আমার বন্ধু রাশেদ ও গেরিলা৷

ছবি: Samir Kumar Dey

প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, তৌকির আহমেদ ও বদরুল আনাম সৌদের পরিচালনায় এ চলচ্চিত্রগুলো ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে মুক্তি পায়৷

মোরশেদুল ইসলাম বলেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যত বেশি হবে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক তত ভালো হবে৷ তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড অপশক্তি ও মৌলবাদীদের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷

বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে৷ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম সূত্রে এসব খবর পাওয়া গেছে৷

ছবিগুলো দেখতে আগরতলার চলচ্চিত্রপ্রেমীরা ভিড় করেন৷ পরিবারকে নিয়ে প্রদর্শনীতে আসা সুষ্মিতা গোস্বামী বলেন, ‘‘এ ধরনের উৎসব দুই দেশের মানুষকে আরও কাছে আনবে এবং দুই জাতির মধ্যে সম্পর্ক ভালো করবে৷''

একই চলচ্চিত্র উৎসব এর আগে কলকাতায় আয়োজন করা হয়েছিল৷ আগামী মাসে নতুন দিল্লিতে আবারো এ প্রদর্শনীর আয়োজন করা হবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ