চলচ্চিত্র প্রদর্শনী
১৩ ফেব্রুয়ারি ২০১২প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, তৌকির আহমেদ ও বদরুল আনাম সৌদের পরিচালনায় এ চলচ্চিত্রগুলো ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে মুক্তি পায়৷
মোরশেদুল ইসলাম বলেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যত বেশি হবে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক তত ভালো হবে৷ তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড অপশক্তি ও মৌলবাদীদের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷
বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে৷ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম সূত্রে এসব খবর পাওয়া গেছে৷
ছবিগুলো দেখতে আগরতলার চলচ্চিত্রপ্রেমীরা ভিড় করেন৷ পরিবারকে নিয়ে প্রদর্শনীতে আসা সুষ্মিতা গোস্বামী বলেন, ‘‘এ ধরনের উৎসব দুই দেশের মানুষকে আরও কাছে আনবে এবং দুই জাতির মধ্যে সম্পর্ক ভালো করবে৷''
একই চলচ্চিত্র উৎসব এর আগে কলকাতায় আয়োজন করা হয়েছিল৷ আগামী মাসে নতুন দিল্লিতে আবারো এ প্রদর্শনীর আয়োজন করা হবে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম