1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগামীর আসবাব

আলেক্সান্ডার দলুজাক/এসি২৩ এপ্রিল ২০১৫

ফার্নিচার অ্যান্ড লাইট – আসবাব ও আলো৷ স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইনের আসবাবপত্রের লেটেস্ট ফ্যাশান দেখতে হলে স্টকহোমের এই প্রদর্শনীটিতে আসতে হবে৷

Euromaxx Serie Nordisches Design - Die Trends in Stockholm
ছবি: DW

স্টকহোমের ‘ফার্নিচার অ্যান্ড লাইট ফেয়ার'৷ স্ক্যান্ডিনেভিয়ান ফার্নিচার ডিজাইনের বাৎসরিক প্রদর্শনী৷ সাড়ে ছ'শোর বেশি প্রদর্শক এখানে এসেছেন৷ দর্শকদের সংখ্যা চল্লিশ হাজার অতিক্রম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে৷ ইউরোপের উত্তরে এই শীতপ্রধান দেশগুলির তৈরি আসবাব সারা দুনিয়াতে একটা ‘ট্রেন্ড', বলেছেন প্রদর্শনীর পরিচালক সেসিলিয়া ন্যুব্যার্গ৷

এ বছর সর্বত্র রংয়ের খেলা৷ চল এখন চোখ-ধাঁধানো রং আর কিম্ভূত আকৃতির আসবাবপত্রের৷ যেমন পিঠের দিকটা অতিমাত্রায় বড়, এমন সব সোফা কিংবা আরাম কেদারা৷

আর একটি নতুন প্রবণতা চোখে পড়বে, যাকে বলা যেতে পারে ‘ওয়ার্ক বেঞ্চ লুক'৷ এ সব আসবাব বহুমূল্য হলেও, দেখলে মনে হবে যেন ছুতোর মিস্ত্রীর হাতে তৈরি৷

‘গ্রিনহাউস' হল প্রদর্শনীর কেন্দ্রবিন্দু৷ এখানে তরুণ ডিজাইনাররা তাদের সর্বাধুনিক সৃজনশীলতা দেখাচ্ছেন৷ প্রত্যেকেরই আশা, কোনো বড় আসবাবপত্রের কোম্পানি তাদের ডিজাইন কিনে নিয়ে ব্যাপক হারে তৈরি ও বিক্রি করবে৷

অফিসের আসবাবপত্রের বিপ্লব ঘটানোর পরিকল্পনা চলছে এ বছরের প্রদর্শনীতে৷ চেয়ারে ঢিলেঢালা হয়ে বসাটা নাকি পিঠ আর মেরুদণ্ডের জন্য অত্যন্ত খারাপ, বলেছেন বিজ্ঞানীরা৷ তাই হেলতে-দুলতে পারে, এমন এক ধরনের টুল উদ্ভাবন করা হয়েছে, যার উপর বসে কাজ করাও চলবে, আবার ব্যালান্স করাও চলবে৷ অথবা এক বিশেষ ‘টেলিস্কোপ' টুল ব্যবহার করে আরো উঁচুতে বসা যাবে৷ তার প্রয়োজনও পড়বে, কেননা ভবিষ্যতের টেবিলগুলোও হবে উঁচু৷ এ ভাবেই অফিসের কর্মচারীরা ফিট থাকবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ