1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ছাড় দিবে’

২৩ ডিসেম্বর ২০২২

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড় দেবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন৷

Khaled Muhiuddin Asks 138 | Prince and Partho
ছবি: DW

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হতে পারে বলেও মনে করেন তিনি৷

ইউটিউবে সাপ্তাহিক টকশো ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দিন জানতে চায়' অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি৷ 

দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধি কি চালু করা উচিত এমন প্রশ্ন রেখে চলতি সপ্তাহের টকশোটির আয়োজন করা হয়৷

অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরো ছিলেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স৷

আগামী নির্বাচন কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘এখনো অনেক সময় বাকি আছে৷ রাজনীতি প্রতিদিন সাংঘাতিকভাবে পরিবর্তিত হয়৷ কিছুদিন আগে কথা হচ্ছিল বিএনপি নেই, বিএনপি নেই৷ গত তিনমাস পর এখন দেখা যাচ্ছে বিএনপি আছে৷''

তিনি বলেন, ‘‘এখন থেকে অনুমান করা কঠিন৷ তবে আমার কাছে মনে হয়, ২০১৪-এর মত হবে না৷ অ্যামেরিকার ইন্টারেস্ট বাংলাদেশের উপর অনেক বেশি৷ পুরো ওয়েস্ট, এবং স্যাংশন সবকিছু মিলিয়ে... আমার বিশ্বাস একটা নেগোশিয়েসন প্রসেস শুরু হবে জানুয়ারি মাসে৷ যেখানে আওয়ামী লীগও, যেহেতু আওয়ামী লীগ ইজ অ্যা পলিটিক্যাল পার্টি৷ যে যতই বলুক না কেন, সবচেয়ে পুরোনো পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগও একটু ছাড়ের জায়গায় আসবে৷

তিনি বলেন ‘‘ঐ ছাড়ের উপর ভিত্তি করে তখন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারাও এটাকে কনসিডার করবে, নির্বাচনে যাওয়ার দিকে৷’’

তবে তিনি আশঙ্কা করে বলেন ‘‘এই নেগোশিয়েন ফেইল করলে, ঐ ইলেকশন করাটা আওয়ামী লীগের জন্য সহজ হবে না৷’’

এ বিষয়ে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘‘এখন এটাকে প্রেডিক্ট করা কঠিন৷ তারপরও সহজে যেটা বুঝি যে, দেশি বিদেশি কূটনৈতিক ও অন্য মহলদের যে তৎপরতা, এমনকি দেশের মধ্যে যারা এমনকি লুটপাটকারীরা তারাও, তাদের সো কল্ড একটা স্থিতিশীলতা চাইবে৷ এইজন্য তারা চেষ্টা করবে, যে এই দ্বি-দলীয় ধারায় যাতে থাকে এবং তার মধ্যে একটা সমঝোতা করে যদি হয়...৷ ’’

তিনি আরো বলেন, ‘‘সেটা যদি না হয়, বাংলাদেশে তো আমরা আরো নানা ধরনের ঘটনা দেখেছি৷ অরাজনৈতিক ঘটনা, নানা বিষয়গুলো আছে৷ কোনো সম্ভাবনাকেই এখন উড়িয়ে দেওয়া যায় না৷’’ 

এদিকে, বাংলাদেশে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাবনার বিষয়ে প্রিন্স বলেন, ‘‘আমাদের দেশগুলোতে যা বাস্তবতা সেখানে এধরনের প্র্যাকটিসগুলোকে পজেটিভ হিসেবে দেখি৷’’

তারা আরো বলেন, ‘‘তবে এমন প্রস্তাবনা দিয়েছে তাদের দল ও অ্যনান্য জায়গায় এমন আচরণের চর্চা করছে কি না সেটি দেখার ব্যাপার৷'' মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হলে এটিও দেখতে হবে বলে মত তার৷

একই প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ জানান, রাজতন্ত্র যেন না বানানো যায় সেখান থেকেই মূলত এমন ধারণা চর্চা করা হয়৷ সরকার প্রধান কতোটা ভালো হবে তা নির্ভর করে মাইন্ডসেটের উপর৷

তার মতে , প্রস্তাবনাটি ভাল৷ তবে এর মাধ্যম যে সব খারাপকে ঠেকানো যাবে তা নয়৷ এর সাথে জড়িত আরো নানা দিকের উন্নয়ন ঘটাতে পারলে কাঙ্খিত ফল পাওয়া যাবে৷

আরআর/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ