1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশনে যাচ্ছে না পর্তুগাল

২৬ নভেম্বর ২০১২

আগামী বছরের ইউরোভিশন সং কনটেস্ট এ অংশ নিচ্ছে না পর্তুগাল৷ তারা জানিয়েছে, পর্যাপ্ত বাজেট না থাকায় আগামী মৌসুমে তারা কোন প্রতিযোগী পাঠাবে না৷

ছবি: dapd

ইউরোপের দেশগুলোতে যে আর্থিক মন্দা দেখা যাচ্ছে তার প্রভাব এভাবে পড়লো এবার সংগীত জগতেও৷ ২০১৩ সালের মে মাসে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা হবে সুইডেনের মালমো শহরে৷

২০১৩ সালের মে মাসে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা হবে সুইডেনের মালমো শহরেছবি: Fotolia/Alexi TAUZIN

পর্তুগালের সরকারি সংবাদ মাধ্যম আরটিপি জানিয়েছে, যে এবার কোন পর্তুগিজ প্রতিযোগী থাকবে না এই প্রতিযোগিতায়৷ এর জন্য প্রস্তুতি নেওয়ার পেছনে যে টাকা প্রয়োজন তা আপাতত পাওয়া যাচ্ছে না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে এর পরিবর্তে দেশীয় সংগীত প্রতিভা বের করে আনার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে৷ এছাড়া আর্থিক মন্দা কেটে গেলে ২০১৪ সালের ইউরোভিশনে আবার পর্তুগাল ফিরতে পারে, এমনটিও বলেছে তারা৷

উল্লেখ্য, প্রতি বছর ইউরোপ এবং ইউরোপের সীমান্ত সংলগ্ন দেশগুলো এই ইউরোভিশনে অংশ নিয়ে থাকে৷ গত ১৯৫৬ সাল থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে৷ পর্তুগাল ১৯৬৪ সালে প্রথম অংশ নেয়৷ এরপর তিনবার বাদে প্রতিবারই তারা এতে উপস্থিত ছিলো, যদিও এখন পর্যন্ত তারা জয়ী হতে পারেনি৷ ইউরোভিশন ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয় হলেও আন্তর্জাতিক গণ্ডিতে এখনও তেমন নামডাক ছড়াতে পারেনি৷

আরআই/এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ