1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

আগামী সপ্তাহে তুরস্ক সফরে সৌদির ক্রাউন প্রিন্স

১৮ জুন ২০২২

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী সপ্তাহে তুরস্ক সফর করবেন বলে জানিয়েছে আঙ্কারা৷

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান
সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানছবি: BAHRAIN NEWS AGENCY via REUTERS

আগামী বুধবার সৌদি প্রিন্সের আঙ্কারা সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান৷ 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমানের আঙ্কারা সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ৷ ২০১৮ সালে তুরস্কে অবস্থিত সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশগজি হত্যার পর সৌদি প্রিন্স আর তুরস্ক সফর করেননি৷ 

সাংবাদিক খাশগজি হত্যার বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের চাপের মুখে পড়েছিলেনন সৌদি প্রিন্স৷এই হত্যাকাণ্ডের পিছনে ৩৬ বছর বয়সি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে, এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর৷                

এই ঘটনায় সৌদি-তুরস্ক সম্পর্কেও ফাটল দেখা দেয়৷ 

তবে খাশগজি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজকে চাপে ফেললেও আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে সফর করবেন বলে জানা গিয়েছে৷

এদিকে বর্তমানে অর্থনৈতিক চাপে থাকা তুরস্কও প্রতিবেশী ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷   

আরআর/আরকেসি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ