ব্রিটেন সরকার ফাইজার-বায়োনটেক ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে৷ দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে এর অনুমোদন দিলো৷ আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হবে৷
বিজ্ঞাপন
এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘স্বতন্ত্র ওষুধ এবং স্বাস্থ্যসেবা সামগ্রীর নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) ফাইজার-বায়োনটেকের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমতির জন্য যে সুপারিশ করেছিল সরকার আজ তা গ্রহণ করেছে৷’’ বিবৃতিতে আরো জানানো হয়, ব্রিটেনে আগামী সপ্তাহ থেকেই এই ভ্যাকসিন পাওয়া যাবে৷
ফাইজার-বায়োনটেকের কোভিড-১৯ ভ্যাকসিনকে অনুমোদন দেয়ার সিদ্ধান্তকে ‘চমৎকার খবর’ হিসেবে উল্লেখ করে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক স্কাই নিউজকে বলেন, ‘‘আগামী সপ্তাহের শুরুর দিকে আমরা মানুষকে ভ্যাকসিন দেয়ার কর্মসূচি শুরু করবো৷’’
ফাইজার বায়োনটেক ভ্যাকসিনের আপাতত চার কোটি ডোজ বাজারে ছাড়বে ব্রিটেন সরকার৷ এতে সে দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও কম মানুষের চাহিদা পূরণ হবে৷
প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মীরা ৷ ব্রিটেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া শুরু করার জন্য ইতিমধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে৷
এদিকে ফাইজার জানিয়েছে, খুব তাড়াতাড়ি তারা ব্রিটেনে ভ্যাকসিন পাঠানো শুরু করবে৷ ব্রিটেনের পর যুক্তরাষ্ট্রও ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে পারে৷ আগামী সপ্তাহে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন৷
এসিবি/কেএম (রয়টার্স, এএফপি)
জার্মানিতে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে মুসলিম দম্পতি
করোনা ভাইরাসের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োনটেকের প্রতিষ্ঠাতা তুরস্ক বংশোদ্ভূত এক দম্পতি৷ ছবিঘরে জানুন বিস্তারিত৷
ছবি: Stefan F. Sämmer/imago images
২০০৮ সালে শুরু
জার্মান শহর মাইনৎসে ১২ বছর আগে বায়োনটেকের পথচলা শুরু হয়৷ এই কোম্পানির প্রতিষ্ঠাতা ক্যান্সার বিশেষজ্ঞ উগুর জাহিন এবং তাঁর স্ত্রী ইমিউনোলজিস্ট উজলেম টুরেচি৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
তুরস্ক বংশোদ্ভূত
তারা দুইজনই তুরস্ক বংশোদ্ভূত জার্মান নাগরিক৷ এই দম্পতির তৈরি বায়োনটেকে এখন কাজ করে ১৫শ’ কর্মী৷ ৫৫ বছর বয়সি জাহিনের জন্ম তুরস্কে৷ বাবা-মা’র সঙ্গে একসময় জার্মানিতে চলে আসেন তিনি৷ মেডিসিন এবং গণিত নিয়ে পড়ালেখা করেন কোলোন বিশ্ববিদ্যালয়ে৷
ছবি: Stefan F. Sämmer/imago images
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই
জাহিন কোলোন এবং হামবুর্গে দীর্ঘদিন চিকিৎসক হিসেবে কাজ করেছেন৷ এরপর জারল্যান্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন৷ ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত একজন চিকিৎসক ও গবেষক হিসেবে সেখানে কাজ করেন৷ মলিকিউলার মেডিসিন এবং ইমিউনোলজি নিয়ে গবেষণা শুরু করেন৷ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে তিনি সবসময় আগ্রহী ছিলেন আর এ কারণেই ২০০৮ সালে বায়োনটেক প্রতিষ্ঠা করেন৷ ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য এখানে মনোনিবেশ করেন তিনি৷
৫৩ বছর বয়সি টুরেচির জন্ম জার্মানিতে৷ কিন্তু তাঁর বাবা-মা তুর্কি৷ হামবুর্গে পড়ালেখা করে, সেখানেই চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন তিনি৷ ইমিউনোলজিস্ট টুরেচি ক্যান্সার রোগীদের থেরাপি দিয়ে থাকেন৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত
২০০০ সালের জানুয়ারিতে জাহিন করোনা ভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারেন৷ তখনই তাঁর আশঙ্কা হয় এটি মহামারি রূপ নেবে৷ সেসময়ই ভ্যাকসিন প্রস্তুতের সিদ্ধান্ত নেন তিনি৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
করোনা প্রতিরোধে ভূমিকা
বায়োনটেকের প্রধান নির্বাহী উগুর জাহিন জানিয়েছেন, এই টিকার প্রতিরোধ ক্ষমতা অন্তত এক বছর স্থায়ী হবে৷ যৌথ বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও তিনি জানিয়েছেন, ‘‘টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলে আমরা প্রমাণ পেয়েছি যে এটি কোভিড-১৯ প্রতিরোধ করতে পারে৷’’