1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনের ভয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়লেন তাঁরা

১২ এপ্রিল ২০১৮

নিউ ইয়র্কের ঘটনা৷সোমবার রাতে সেখানকার এক ভবনে আগুন লাগে৷ ভবনের দোতলার একটি নাচের স্কুলে তখন প্রশিক্ষণ চলছিল৷

Indien Großfeuer in Mumbai
ছবি: Reuters/Poonam Burde

আগুন লাগার পর সেটি ছড়িয়ে পড়তে থাকলে প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভয় পেয়ে যান৷ আগুন তাঁদের অংশে এগিয়ে আসছে দেখে চিৎকার শুরু করেন৷ এই অবস্থায় ভবনের নীচে থাকা লোকজন মই নিয়ে এগিয়ে আসেন৷ কিন্তু উচ্চতা কম হওয়ায় মই বারান্দা পর্যন্ত পৌঁছতে না পারায় মেয়েদের নামতে অসুবিধা হচ্ছিল৷ প্রথমে বারান্দা থেকে মইয়ের মাথায় পা রেখে তারপর তাঁদের ধাপ বেয়ে নীচে নামতে হচ্ছিল৷ কিন্তু প্রাণভয়ে ছুটতে থাকা মানুষদের তখন এতকিছু ভাবার সময় কোথায়? তাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে একজনের পায়ের ধাক্কায় মই পড়ে গেলে বাকিরা মইয়ের অপেক্ষা না করে লাফিয়ে পড়তে থাকেন৷ এদের মধ্যে দুই-একজনকে পথচারীরা ধরতে পেরেছেন৷ বাকিরা নীচে পড়ে যান৷ স্কুলটি দোতলায় ছিল বলে সামান্য আহত হয়েছেন তাঁরা৷

এই ঘটনার একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছেন ইলকার কেসিকটাস নামের এক ব্যক্তি৷ বার্তা সংস্থা এপিসহ কয়েকটি সংবাদমাধ্যম তাঁর সেই ভিডিও কিনে নিয়েছে৷ কেসিকটাস জানিয়েছেন, ঘটনার সময় তিনিই প্রথম দমকল বাহিনীকে খবর দেন৷ এছাড়া উদ্ধারকাজেও অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি৷

এদিকে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ