1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনের সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া

Abdullah Al-Farooq৩ আগস্ট ২০১০

রাশিয়ায় দাবানল ছড়িয়ে পড়ছে৷ আগুন নেভাতে কাজ চলছে বিরামহীন৷ কিন্তু এরপরও তা সামলাতে বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপন বাহিনীকে৷ এখন জনসাধারণকেও সর্বশক্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে রুশ সরকার৷

দাবানল ছড়িয়ে পড়েছে রাশিয়ায়ছবি: AP

রাশিয়ায় এবার প্রচণ্ড গরম পড়েছে৷ এই রকম তাপদাহ নিকট অতীতে আর দেখেনি কেউ৷ আর এই তাপদাহের মধ্যেই দেখা দিয়েছে দাবানল৷ বনভূমির এই আগুন চলে আসছে লোকালয়েও৷ এরই মধ্যে মারা গেছে ৪০ জন৷

অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মকর্তারা বলছেন, আগুন নেভানো কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ একস্থানে আগুন নেভানো হয় তো আরেক স্থানে জ্বলে উঠে৷ রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা মন্ত্রণালয়ের কর্মকর্তা ভ্লাদিমির স্তেফানভ বলেন, ‘‘আগুনের সঙ্গে রীতিমতো যুদ্ধ চলছে৷ দিন-রাত কাজ করছে কর্মীরা৷ ভয়াবহ অবস্থা পার করতে হচ্ছে৷''

রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গতকালই মধ্য রাশিয়ার মস্কোসহ সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন৷ এই অঞ্চলগুলোতে দাউ দাউ করে জ্বলছে আগুন৷ পুড়েছে ২ হাজারের মতো বাড়ি৷ রুশ প্রেসিডেন্ট বেতার ও টিভিতে দেওয়া এক ভাষণে বলেন, ‘‘এখন সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে প্রাণহানি ঠেকানো৷ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীকে বলা হয়েছে, আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ার জন্য৷ আমাদের সর্বশক্তি নিয়ে কাজ করতে হবে৷ আগুনে যারা বাড়ি-ঘর হারিয়েছে, তাঁদের মাথার ওপর ছাদ তৈরি করে দিতে হবে৷ আর নিয়ম কানুনের বেড়াজালে তাতে যেন দেরি না হয়৷''

রুশ কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, অন্তত ৫০০টি স্থানে এখনো আগুন জ্বলছে৷ এর মধ্যে সোমবার ২০০টি স্থানে নতুন করে আগুন জ্বলে উঠেছে৷ আগুন নেভাতে সমতলে যেমন কাজ চলছে, তেমনি বিমান থেকেও পানি ঢালা হচ্ছে৷ আগুনের সঙ্গে এই যুদ্ধে আছেন দেড় লাখ কর্মী৷

অগ্নি নির্বাপণ কাজে স্বেচ্ছাসেবক বাহিনী নামানোর আভাস দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন৷ তিনি বলেছেন, ‘‘সব বাহিনীরই কিছু সীমাবদ্ধতা থাকে৷ এই অবস্থা চলতে থাকলে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নামাতে হবে৷ সেজন্য সবাইকে তৈরি থাকতে হবে৷''

সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হলেও ছোট-বড় আগুন জ্বলছে ১৭টি অঞ্চলে৷ সবচেয়ে শোচনীয় অবস্থা নিজনি নোভগোরভ অঞ্চলে৷ সেখানে মারা গেছে ১৯ জন৷ এছাড়া মস্কো, ভোরেনজ, লিপেস্তক, রিয়াজান অঞ্চলের পরিস্থিতিও খারাপ৷ নভোগোরভ অঞ্চলে একটি পরমাণু স্থাপনার কাছেই দেখা দিয়েছে দাবানল৷ আগুন যাতে তা গ্রাস করতে না পারে, সে জন্য প্রাণপণ চেষ্টা চলছে৷

কয়েক সপ্তাহের ভয়াবহ তাপদাহ আর বৃষ্টিহীন অবস্থাই এই দাবানলের কারণ বলে জানিয়েছেন কর্মকর্তারা৷ তবে আবহাওয়ার উন্নতির কোনো আভাস মিলছে না৷ বরং আবহাওয়া বিভাগ বলছে, মস্কোসহ বিভিন্ন স্থানে এই সপ্তাহেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকতে পারে৷ তার মানে দাঁড়ায়, সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে রাশিয়ার জন্য৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ