1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুনে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

৩১ জানুয়ারি ২০২০

পাঁচ মাস ধরে আগুন জ্বলছে অস্ট্রেলিয়ায়৷ সে আগুন হানা দিয়েছে রাজধানী ক্যানবেরাতেও৷ পরিস্থিতি সামাল দিতে রাজধানী ক্যানবেরাতেও জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷

Buschbrände in Australien - Canberra
ছবি: Getty Images/B. Mitchell

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া দাবানলের কবলে৷১০০ কোটির মতো প্রাণি মারা গেছে, ৩৩জন মানুষেরও প্রাণ গেছে তাতে৷ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ বনাঞ্চল৷

এখনো দেশের বিভিন্ন স্থানে ১০০টির মতো আগুন জ্বলছে৷ তার মধ্যে ৫৮টি জ্বলছে নিউ সাউথ ওয়েলসে, ২০টি ভিক্টোরিয়া রাজ্যে এবং ২০টি সাউথ অস্ট্রেলিয়ায়৷

রাজধানীতে জরুরি অবস্থা

দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় গত ডিসেম্বরে নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছিল৷ তারপর এক মাসেরও বেশি সময় পার হলেও আগুন নেভেনি৷ এখনো সেই রাজ্যই সবচেয়ে বেশি বিপর্যস্ত৷

বরং এখন রাজধানী ক্যানবেরার দিকেও এগিয়ে আসতে শুরু করেছে আগুন৷ শুক্রবার তাই অস্ট্রেলিয়ান ক্যাপিটেল টেরিটোরি (এসিটি), অর্থাৎ ক্যানবেরা এবং তার আশপাশের এলাকাতেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ নিয়ম অনুযায়ী তিন দিন, অর্থাৎ ৭২ ঘণ্টা থাকবে এই জরুরি অবস্থা৷

২০০৩ সালের পর এই প্রথম রাজধানীতেও জরুরি অবস্থা ঘোষণা করা হলো৷ সেবার রাজধানীর আশপাশে আগুনে প্রাণ গিয়েছিল চার জনের, পুড়েছিল ৪৭০টি ঘর৷

এসিবি/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ