1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগুন নেভাতে সম্পূর্ণ প্রস্তুতি

২৮ নভেম্বর ২০১৬

ঘরবাড়িতে আগুন লাগলে দমকলকর্মীদের দ্রুত তৎপরতা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে পারে৷ কিন্তু তেল শোধনাগারে আগুনের মাত্রা মারাত্মক আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ সেই কাজে উন্নতির চেষ্টা চলছে৷

ছবি: picture-alliance/dpa

তৈল শোধনাগারে আগুন লেগেছে৷ উত্তাপ হাজার ডিগ্রিরও বেশি৷ গলগল করে ধোঁয়া বের হচ্ছে৷ চারিদিকে আগুনের লেলিহান শিখা৷ দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন৷ বারবার চেষ্টা করেও বিফল হচ্ছেন৷ আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না৷ এই আগুন অত্যন্ত বিপজ্জনক৷ দমকলকর্মীরাও আসল৷ তবে এ ক্ষেত্রে ইচ্ছা করে আগুন লাগানো হয়েছে৷ জায়গাটা দমকলকর্মীদের প্রশিক্ষণের ক্যাম্প৷ সেখানে মহড়া চলছে৷

জার্মানিতে শেল কোম্পানির এক তৈল শোধনাগারে মহড়ার আয়োজন করা হয়েছে৷ দমকলের সব গাড়ি নিয়ে কর্মীরা এগিয়ে যাচ্ছেন৷ অপরিশোধিত তেল নিয়ে কাজ করলে বড় আকারে আগুন লাগার আশঙ্কা থাকে৷ সেই আগুন নিয়ন্ত্রণে এনে বিপর্যয় এড়ানো যাবে কি না, কয়েক মিনিটের মধ্যে তা বোঝা যায়৷

সত্যি আগুন লাগলে প্রতিটি পদক্ষেপ সফল হতে হবে৷ এখানে মহড়ার সময় দমকলকর্মীরা শুধু জল ব্যবহার করতে পারছেন৷ আসল আগুনের মাঝে প্রশিক্ষণ অত্যন্ত বিপজ্জনক হতে পারতো৷

নিরাপত্তার সবচেয়ে কড়া মানদণ্ড আগুনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুরক্ষা দিতে পারে৷ দমকলকর্মীরা ২৪ ঘণ্টা প্রস্তুত থাকেন৷ তৈল শোধনাগারের সব প্রান্তে আগুন নেভানোর ব্যবস্থা রয়েছে৷ তার জন্য বছরে কয়েক কোটি ইউরো ব্যয় হয়৷ শেল কোম্পানির মুখপাত্র ক্রিস্টিয়ান ফন হ্যোনসব্র্যোশ বলেন, ‘‘শেল কোম্পানি এবং কোম্পানির সব প্লান্টে নিরাপত্তা সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় – বিশেষ করে এমন শোধনাগারে৷ অর্থাৎ আমাদের নিজস্ব দমকল বাহিনীর অবশ্যই প্রয়োজন আছে৷''

প্রশিক্ষণ ক্যাম্পে ব্যস্ততা চলছে৷ নেদারল্যান্ডসের রটারডাম শহরের কাছে ফাল্ক রিস্ক এলাকায় জার্মান দমকলকর্মীরা ৩ দিন ধরে আগুনের আসল শিখা নেভানোর চেষ্টা করছেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, মানুষের জীবন বিপন্ন৷ দমকলকর্মীদের মাথা ঠান্ডা রাখতে হবে৷

এবার আরও বিপদ৷ আগুনের শিখা এগিয়ে আসছে৷ প্রবল উত্তাপ টের পাওয়া যাচ্ছে৷ প্রশিক্ষণ হলেও বাস্তব বটে৷ ভুল করলে সহকর্মীরা আচমকা আগুনের গ্রাসে পড়বেন৷ কয়েক সেকেন্ডের মধ্যে মহড়া সর্বনাশা রূপ নিতে পারে৷ তার উপর ঘন ধোঁয়ার ফলে ভালো করে দেখা যাচ্ছে না, কাজে বাধা পড়ছে৷

আসল ঘটনার মতো এমন মহড়ার সময়েও কর্মীরা মানসিক চাপের মুখে পড়ছেন৷ এমন চরম পরিস্থিতি এবং তার ফলে মনে ভয় জাগলে তা কীভাবে সামলাতে হয়, সেটাও তাঁদের শিখতে হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ