আগুন লাগার কারণ যখন রিচার্জেবল ব্যাটারি ও রান্নার তেল
২৯ জুন ২০২১
আজকাল খেলনা থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি বা সাইকেলেও রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়৷ শক্তিশালী এই ব্যাটারিতে সহজেই আগুন ধরে যেতে পারে৷
বিজ্ঞাপন
বাসায় আজকাল অনেক ডিভাইসের মধ্যে রিচার্জেবল ব্যাটারি থাকে৷ বিশেষ পরিস্থিতিতে সেগুলি বিপদের কারণ হয়ে উঠতে পারে৷ বড় আকারের এক লিথিয়াম-পলিমার রিচার্জেবল ব্যাটারির মধ্যে শর্ট সার্কিট ঘটালে তার পরিণাম স্পষ্ট হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে আসে৷ কিছুক্ষণ পরেই ব্যাটারিতে আগুন ধরে যায়৷ এমনকি ধাক্কা অথবা ভুল চার্জিংয়ের কারণে সামান্য ক্ষতি হলেও আগুন ধরে যেতে পারে৷ আগুনের তেজ কমতে কয়েক মিনিট লেগে যায়৷
অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ টোমাস স্মিড বলেন, ‘‘পলিমার ব্যাটারি প্যাকের ব্যবহার বেড়ে চলেছে৷ ইলেকট্রিক গাড়িতেও সেই ব্যাটারি বসানো হচ্ছে৷ প্রত্যেকটি ই-বাইকের মধ্যেও পলিমার ব্যাটারি থাকায় প্রায়ই আগুন লেগে যাচ্ছে৷ ক্ষয়ক্ষতি ঘটলে অথবা চার্জিংয়ের সময় উপস্থিত না থাকলে এমনটা ঘটতে পারে৷''
ছবিতে বনানীর অগ্নিকাণ্ড
পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ আগুনের রেশ না কাটতেই এবার বনানীতে বহুতল একটি ভবনে আগুন লেগেছে৷ সেখানেও অনেক হতাহতের শংকা তৈরি হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu
২২ তলা ভবন
এফআর টাওয়ার নামের ২২ তলা ভবনটির অবস্থান ঢাকার বনানীতে৷ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে৷ বৃহস্পতিবার দুপুরে ভবনটিতে আগুন লাগে৷
ছবি: bdnews24.com
সাহায্যের আকুতি
অফিস খোলা থাকায় ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েন৷ এ সময় জানালা থেকে অনেকে সাহায্যের আকুতি জানাতে থাকেন৷ আগুন লাগার পর বের হতে পারাদের একজন সৈকত রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘আমি আগুনের খবর শোনার সাথে সাথেই দ্রুত বেরিয়ে আসি৷ আমার অনেক সহকর্মী এখনও আটকে পড়ে আছে৷’’
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu
বাঁচতে পারলেন না
আটকে পড়াদের কেউ কেউ বাঁচার জন্য ভবনের জানালা দিয়ে নীচে লাফিয়ে পড়েন৷ এভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ ইউনাইটেড হাসপাতালের মুখপাত্র সাজ্জাদুর রহমান শুভ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, যারা মারা গেছেন, তাদের শরীরে দৃশ্যত কোনো পোড়া দাগ পাওয়া যায়নি৷ মাথায় আঘাত লাগায় তাদের মৃত্যু হতে পারে৷
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu
লাশের সংখ্যা বাড়ছে
এই আগুনে মৃতের সংখ্যা ক্রমশও বাড়ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শ্রীলংকার একজন নাগরিকও রয়েছেন৷ নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
ছবি: bdnews24.com
আহতরা হাসপাতালে
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন৷ আবদুল্লাহ ইবনে জাইদ নামের এক সামরিক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, ৪৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঢাকা মেডিকেল কলেজেও কয়েকজন ভর্তি হয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu
অগ্নি নির্বাপন
ঢাকার কেন্দ্রীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘ফায়ার সার্ভিসের উনিশটি টিম আগুন নেভানোর কাজ করছে৷ নৌ এবং বিমানবাহিনীও তাদের সহায়তা করছে৷’’ ভবনের উপরে হেলিকপ্টার থেকে পানি ছিটাতে দেখা গেছে৷
ছবি: bdnews24.com
6 ছবি1 | 6
এবার বিপজ্জনক এক্সপেরিমেন্টের পালা৷ রান্নাঘরে রান্নার তেল কতটা মারাত্মক হতে পারে, তা দেখাতে দমকলকর্মীরা গ্যাসের স্টোভে তেল গরম করছেন৷ সাধারণ চুলার ক্ষেত্রেও একই পরিণাম ঘটতে পারে৷ টোমাস স্মিড মনে করিয়ে দিলেন, ‘‘বাসার রান্নাঘরে চুলার উপর কড়ার তাপমাত্রা ২৩০ থেকে ২৪০ ডিগ্রির মতো ছুঁলে ধোঁয়া বের হবে৷ সাধারণত স্মোক ডিটেক্টর সেটা টের পায়৷ অ্যালার্মের শব্দে টনক নড়লে দ্রুত আগুন বন্ধ করে কড়া সরিয়ে নিলে আর কোনো অঘটন ঘটার কথা নয়৷''
কিন্তু তেল যদি আরো গরম হতে থাকে, তখন কী ঘটবে? ২৫০ থেকে ৩০০ ডিগ্রি ছুঁলে আগুন ধরে যাবে৷ ঢাকনা দিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করেও লাভ নেই৷ কারণ ঠাণ্ডা হবার সময় কম থাকায় আগুনের শিখা কড়া থেকে বেরিয়ে আসবে৷
এমন অবস্থায় কী করা যায়? টোমাস স্মিড বলেন, ‘‘আপনি আগুন দেখছেন৷ পাশেই বেসিন রয়েছে৷ পানি দিয়ে আগুন নেভানোর তাগিদ জাগতে পারে৷ কিন্তু তেলের ক্ষেত্রে এর চেয়ে বড় ভুল আর হতে পারে না৷''
চকবাজার ট্র্যাজেডি
বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের কয়েকটি ভবনে আগুন লেগে অন্তত ৮১ জন প্রাণ হারিয়েছেন৷ উদ্ধার অভিযান আপাতত শেষ হয়েছে৷ ছবিতে তারই কিছু দৃশ্য...
ছবি: picture-alliance/AP Photo
মৃতের সংখ্যা অন্তত ৮১
চকবাজারের অগ্নিকাণ্ডের পর উদ্ধারকাজ আপাতত শেষ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস৷ এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৮১ বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা৷ এরমধ্যে ৪ শিশু, ৫ নারী রয়েছে৷
ছবি: Reuters/M. Ponir Hossain
রাসায়নিক দ্রব্যের গোডাউন!
চুড়িহাট্টা মসজিদের আশেপাশের এইসব বাড়িতে রাসায়নিক দ্রব্যের গোডাউন ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও স্থানীয়রা৷ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ নিশ্চিত করেছেন, এই রাসায়নিক পদার্থের কারণেই আগুনের এত ভয়াবহতা৷ তিনি বলেন, ভবনগুলো যেন ‘সেলফ মেইড এক্সপ্লোসিভ’৷
ছবি: picture-alliance/AP Photo
ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট
আগুন নেভাতে সারারাত ধরে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট৷ জেলখানার পুকুর থেকে পানি নিয়ে বড় বড় হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করে এই ইউনিটগুলো৷ তবে সরু গলি ও অপরিকল্পিত বাড়িঘরের কারণে আগুণ নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৫ ঘণ্টার বেশি৷
ছবি: picture-alliance/Xinhua/S. Reza
দুটি হেলিকপ্টার
প্রথমবারের মতো আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয়েছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার৷ বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার কমোডর মো. জাহিদ হোসেন জানান, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার আগুন নেভানোর কাজে অংশ নেয়৷ তেজগাঁও বিমানবন্দর থেকে রাত ৩টা ৪৮ মিনিটে পানি নিয়ে হেলিকপ্টার দুটি ঘটনাস্থলের দিকে রওনা দেয়৷ এরপর আকাশ থেকে পানি ছিটায়৷
ছবি: picture-alliance/NurPhoto/R. Asad
পুড়ে ছাই ঘরবাড়ি
রাস্তায় বিস্ফোরিত গাড়ি থেকে রাজমহল হোটেলে আগুন ছড়ায়৷ হোটেল থেকে পাশের ভবন ওয়াহিদ মঞ্জিলে আগুন লাগে৷ এই ভবনের নীচে মার্কেট ও ওপরে রাসায়নিক দ্রব্যের গোডাউন ছিল৷ পরে ওয়াহিদ মঞ্জিল সংলগ্ন জামাল কমিউনিটি সেন্টার ও রাস্তার উলটো পাশে থাকা দুটি ভবনের চার ও পাঁচ তলায় আগুন ধরে যায়৷
ছবি: Getty Images/H. Khan
ধসে পড়ে আরিফ ম্যানশন
আগুন লাগার কয়েকঘণ্টা পড়েই ধসে পড়েছে আরিফ ম্যানশন নামে একটি ভবন৷ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, যে-কোনো সময় ধসে পড়তে পারে ওয়াহিদ মঞ্জিল নামের সাততলা সেই ভবনটি, যেটিতে সবার প্রথমে আগুন লাগে৷ এটিতেই রাসায়নিক দ্রব্যের মজুদ ছিল৷
ছবি: picture-alliance/dpa/epa/A. Abdullah
দন্ত চিকিৎসাকেন্দ্রে আগুন
আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে ওয়াহিদ মঞ্জিলের উলটো পাশের আল মদিনা মেডিকেল হল ও ডেন্টাল নামে একটি চিকিৎসাকেন্দ্র৷ এতে মালিক কাওসার, দুই দাঁতের চিকিৎসক ইমতিয়াজ ইমরোজ, আশরাফুল ও চিকিৎসা নিতে আসা তিন জন সহ ছয় জন মারা গেছেন৷ নিহতদের দুজনের পরিচয় জানা যায়নি৷
ছবি: picture-alliance/dpa/epa/A. Abdullah
শাটার বন্ধে মৃত্যু!
আগুন লাগা ভবনটির নীচতলার মার্কেটের করিডরের শেষ মাথা থেকে একসঙ্গে ২৪টি লাশ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস কর্মীরা৷ ধারণা করা হচ্ছে সবাই একসঙ্গে এখানে আশ্রয় নিয়েছিলেন৷ প্রত্যক্ষদর্শীরা বলেন, ওয়াহিদ মঞ্জিলের নীচতলায় রানা টেলিকম, বিপরীতে হাবিব টেইলার্স, হায়দার ফার্মেসিসহ আশেপাশের সব দোকান সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গেই শাটার বন্ধ করে দেয়৷ এতে মৃতের সংখ্যা বেড়েছে৷
ছবি: Reuters/M. Ponir Hossain
8 ছবি1 | 8
দমকলকর্মীরা অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে হাতেনাতে সেই ভুলের পরিণাম দেখিয়ে দিলেন৷ কারণ, কেউ সেই সময় চুলার পাশে থাকলে ভীষণভাবে পুড়ে যেতে পারে৷
তেলের মধ্যে বিস্ফোরণের কারণ বুঝতে হবে৷ জ্বলন্ত তেলের তুলনায় পানির ঘনত্ব অনেক বেশি৷ ফলে পানি কড়ার নীচে তলিয়ে যায়৷ সেই অংশটি এত গরম যে সঙ্গে সঙ্গে বাষ্পীভবন ঘটে৷
ফলে মাত্র এক লিটার পানি থেকে ১,৭০০ লিটার জলীয় বাষ্প সৃষ্টি হয়৷ সেই বাষ্পের তোড়ে তেল দ্রুত ছিটকে যায়৷ কখনোই এমন পরীক্ষা নকল করা উচিত হবে না৷