1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ হাসিনার নির্বাচনি প্রচার শুরু

২০ ডিসেম্বর ২০২৩

সিলেটে জনসভার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেখানে তিনি অভিযোগ করেন, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে৷

সিলেটে জনসমাবেশে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
শেখ হাসিনা বলেছেন, এই নৌকা যখন সরকারে এসেছে, তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছেছবি: Asif Ahasanul/DW

জাতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেন৷ তিনি বলেন, ‘‘তারা মনে করেছে দুইটা বাসে আগুন দিলেই, সরকার পড়ে যাবে৷ অত সহজ না৷ অত ভাত দুধ দিয়ে খায় না৷ এটাই আমি বলতে চাই৷''

জনতার উদ্দেশ্যে তিনি বলেন, খুন, বোমাবাজি, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷

সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত কর্মী-জনতার একাংশ ছবি: Asif Ahasanul/DW

‘‘মানুষের জীবন কেড়ে নেবে, ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করে দেবে, এত সাহস কোথা থেকে পায়,'' বলেন তিনি৷ সঙ্গে যোগ করেন, ‘‘লন্ডনে বসে হুকুম দেয়, আর কতগুলো লোক এখানে আগুন নিয়ে খেলে৷ আগুন নিয়ে খেলতে গেলে, আগুনেই হাত পোড়ে, এটা তাদের মনে রাখা উচিত৷''

সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু ছবি: Asif Ahasanul/DW

আগামী নির্বাচনে নৌকা প্রতীককে ভোট দেবার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘আগামী নির্বাচনের প্রতীক নৌকা মার্কা৷ এই নৌকা নূহ নবীর নৌকা৷ এই নৌকাই মানবজাতিকে রক্ষা করেছিল৷ এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে৷ আবার এই নৌকা যখন সরকারে এসেছে, তখন বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে৷''

এর আগে নির্বাচনি প্রচারণা শুরু করতে সকালে সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা৷ সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন৷ তার সঙ্গে তখন ছোট বোন শেখ রেহানা ছিলেন৷

জেডএ/এসিবি (দ্য ডেইলি স্টার, বাসস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ