ব্রাজিল বিশ্বকাপ নিয়ে বেড়ে চলা শঙ্কাকে অমূলক মনে করেন সেপ ব্লাটার৷ ফিফা সভাপতি ব্লাটারের কথায়, তিনি জীবনে এমন কোনো বিশ্বকাপ দেখেননি শুরুর আগে যেখানে কোনো সমস্যা ছিল না৷
বিজ্ঞাপন
এক নৃত্যশিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে রিও ডি জানেরো এখন উত্তপ্ত৷ ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালসহ মোট সাতটি ম্যাচ হবে এ শহরে৷ এক নৃত্যশিল্পীকে মৃত অবস্থায় উদ্ধারের পর শহরটিতে জনতা-পুলিশ সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষ চলার সময় এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷
১২ই জুন থেকে শুরু হবে ২০১৪ বিশ্বকাপ৷ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয়বারের মতো এ আসর আয়োজনের সুযোগ পাওয়ার পর থেকেই চলছে সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা৷ স্টেডিয়াম নির্মাণে মন্থর গতি এবং নির্মাণকাজে বড় ধরনের গলদের খবরে শঙ্কিত হয়েছেন ফুটবলামোদীরা৷
২০১৪ বিশ্বকাপে যাঁদের জ্বলে ওঠার সম্ভাবনা
২০১৪ সালের বিশ্বকাপকে সেরা টুর্নামেন্টে পরিণত করায় রোনাল্ডো আর মেসির ভূমিকা থাকতেই পারে৷ কিন্তু আরো ১০ লুকানো রত্ন রয়েছে, যাঁরা সুযোগ পেলেই দেখাতে পারেন তাঁদের কেরামতি৷
ছবি: picture-alliance/dpa
খোয়াদভো আসামোয়া (ঘানা)
সেন্ট্রাল মিডফিল্ডে অসাধারণ দক্ষতা ঘানার এই ফুটবলারের৷ ২৫ বছর বয়সি এই খেলোয়াড় তাই মাঠে হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের বিভীষিকা৷ ২০১০ সালের মতো ঘানা যদি তাদের সেরাটা দিতে পারে, এক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখবেন আসামোয়া৷
ছবি: Marco Bertorello/AFP/Getty Images
পল পগবা (ফ্রান্স)
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে পল পগবা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন৷ স্যার আলেকজান্ডার ফার্গুসনের মুখেও এই ফুটবলারের প্রতি প্রশংসা উচ্চারিত হয়েছে৷ তাঁর সিদ্ধান্তেই এই কিশোর ফুটবলার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন৷ শক্তিশালী এই খেলোয়াড় যে বিশ্বকাপে মাঠ মাতাবে, তা বোধহয় বলাই যায়৷
ছবি: Marco Bertorello/AFP/Getty Images
অ্যাডাম লালানা (ইংল্যান্ড)
এবার বিশ্বকাপে ইংলিশ শিবিরের শিরোপা জেতার আশা অনেকটাই বেশি৷ ২০১৩/১৪ মৌসুমে লালানা যে আভিজাত্য এবং দক্ষতার সাথে খেলেছেন, তা এককথায় অসাধারণ৷ তাই এই মিডফিল্ডারের পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকবেন অনেকেই৷
ছবি: Getty Images
মিরালেম পিয়ানিচ(বসনিয়া)
কিশোর এই ফুটবলারকে নিয়ে ইটালির মিডিয়ায় বরাবরই মতামাতি৷ বসনিয়ায় এই ফুটবলারকে বলা যায় স্বভাবজাত ফুটবলার৷ অসাধারণ পাস, দূর দৃষ্টি এবং ফুটবল নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা রয়েছে তাঁর৷
ছবি: Getty Images
ইয়োইচিরো কাকিতানি (জাপান)
জাপানের অন্যতম আক্রমণাত্মক মিডফিল্ডার কাকিতানি৷ তাঁর পেস, গতি এবং লিঙ্ক আপের দক্ষতা অসাধারণ৷ ২৪ বছর বয়সি কাকিতানি ব্রাজিল বিশ্বকাপে তাঁর সেরাটা দিয়ে সামুরাই ব্লুদের অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷
ছবি: Getty Images
কেভিন দে ব্রয়না (বেলজিয়াম)
বেলজিয়ামের স্বর্ণ প্রজন্মের অন্যতম অংশীদার কেভিন দে ব্রয়না৷ বুন্ডেসলিগায় তাঁর অসাধারণ অভিষেক এখনো মনের মধ্যে গেঁথে আছে ফুটবল ভক্তদের৷ মাত্র ২৩ বছর বয়সি এই শক্তিশালী ফুটবলারের পায়ের জাদু দেখার অপেক্ষায় থাকবেন বিশ্ববাসী৷
ছবি: Getty Images
লুকাস মুরা (ব্রাজিল)
২১ বছর বয়সি এই ফুটবলার ব্রাজিল শিবিরে কয়েক বছর আগে প্রবেশ করেছে৷ ফরাসি ফুটবল ক্লাব পিএসজি-র গুরুত্বপূর্ণ খেলোয়ারে পরিণত হয়েছেন তিনি৷ আর বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগেও এই প্রতিভাবান ফুটবলারের খেলা দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা৷
ছবি: picture-alliance/dpa
জেমস রোদ্রিগেজ (কলম্বিয়া)
এ বছর বিশ্বকাপে সবার চোখ থাকবে কলম্বিয়ার দিকে৷ কেননা দক্ষিণ অ্যামেরিকার এই দলটি এখন দুর্দান্ত ফর্মে রয়েছে৷ মোনাকো তারকা রোদ্রিগেজ কাঁধে রয়েছে দলের সব চাপ৷ ২২ বছর বয়সি এই ফুটবলারের গতি এবং খেলার ধরণ অসাধারণ৷ তিনি এই দলের একটি রত্নে পরিণত হয়েছেন৷
ছবি: Getty Images
এদুয়ার্দো ভার্গাস (চিলি)
ফার্গাস এখন ভ্যালেন্সিয়ায় রয়েছেন৷ তবে খুব শিগগিরই স্টুটগার্ডে জার্মান ভক্তরা প্রীতি ম্যাচে তাঁর দেখা পাবেন৷ তবে ২৪ বছর বয়সি প্রতিভাবান এই ফুটবলারের জন্য ব্রাজিল বিশ্বকাপ একটি নতুন দ্বার খুলে দিতে পারে৷
ছবি: picture-alliance/dpa
ইয়োর্দি ক্লাসি (নেদারল্যান্ডস)
ইয়োর্দি ক্লাসির মধ্যে লুকিয়ে আছে সহজাত ফুটবলার৷ নেদারল্যান্ডসের জাতীয় দলের পুরো দায়িত্ব এখন এই মিডফিল্ডার এ কাঁধে৷ মাত্র ২২ বছর বয়সেই ১০০ ম্যাচ খেলার মাইল ফলক ছুঁয়েছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
যে দেশে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, অগ্নিমূল্যের বাজারের সঙ্গে তাল মিলিয়ে কোনো রকমে বেঁচে থাকতে গিয়েও হিমসিম খাচ্ছে প্রতিনিয়ত, এমন দেশে এত ব্যয়বহুল আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ব্রাজিলেই৷ এ নিয়ে বিক্ষোভও হয়েছে অনেক৷ হালে দ্রব্যমূ্ল্যের ঊর্ধগতির মুখে বিপর্যস্ত মানুষ আবারো শুরু করেছে বিক্ষোভ৷ সঙ্গে যোগ হয়েছে রিও-র এই পুলিশ-জনতা সংঘর্ষ৷
সেপ ব্লাটার তারপরও ব্রাজিল বিশ্বকাপের সুষ্ঠু আয়োজন নিয়ে আশাবাদী৷ হংকং সফররত ফিফা প্রেসিডেন্ট ফুটবলের সবচেয়ে বড় আয়োজনকে ঘিরে জমতে থাকা দুশ্চিন্তা ঝেড়ে ফেলার আহ্বান জানাতে গিয়ে বলেছেন, ‘‘ফিফার সঙ্গে জড়ানোর পর থেকে ধরলে এটা আমার দশম বিশ্বকাপ৷ এ সময়ের মধ্যে আমি এমন একটা বিশ্বকাপ দেখিনি, যা শুরুর হওয়ার আগে সবকিছু ঠিকঠাক ছিল৷''
এ প্রসঙ্গে ২০১০ বিশ্বকাপের কথাও মনে করিয়ে দিয়েছেন ব্লাটার, ‘‘আমার মনে আছে, চার বছর আগেও অনেকে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে আয়োজক করা ঠিক হয়নি৷ এমনও বলা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকায় নাকি বুলেট-প্রুফ পোশাক না পরে রাস্তায় বের হওয়া যাবে না৷''
ব্রাজিল বিশ্বকাপের আয়োজনও ভালো হবে – ব্লাটারকে এতটা আশাবাদী রেখেছে ফুটবলের জনপ্রিয়তা৷ সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে বিশ্বকাপ শুরুর দিন গোনার আহ্বান জানিয়ে তাই বলেছেন, ‘‘ফুটবল সারা বিশ্বেই খেলা হয়৷ ফুটবল আসলে বাইরের অন্য যে কোনো শক্তির চেয়ে শক্তিশালী৷ আমার বিশ্বাস, এই বিশ্বকাপটা অসাধারণ হবে৷''