1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বকাপটা অসাধারণ হবে’

২৬ এপ্রিল ২০১৪

ব্রাজিল বিশ্বকাপ নিয়ে বেড়ে চলা শঙ্কাকে অমূলক মনে করেন সেপ ব্লাটার৷ ফিফা সভাপতি ব্লাটারের কথায়, তিনি জীবনে এমন কোনো বিশ্বকাপ দেখেননি শুরুর আগে যেখানে কোনো সমস্যা ছিল না৷

Logo Brasilien FIFA 2014
ছবি: picture-alliance/dpa

এক নৃত্যশিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে রিও ডি জানেরো এখন উত্তপ্ত৷ ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালসহ মোট সাতটি ম্যাচ হবে এ শহরে৷ এক নৃত্যশিল্পীকে মৃত অবস্থায় উদ্ধারের পর শহরটিতে জনতা-পুলিশ সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষ চলার সময় এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷

১২ই জুন থেকে শুরু হবে ২০১৪ বিশ্বকাপ৷ পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দ্বিতীয়বারের মতো এ আসর আয়োজনের সুযোগ পাওয়ার পর থেকেই চলছে সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা৷ স্টেডিয়াম নির্মাণে মন্থর গতি এবং নির্মাণকাজে বড় ধরনের গলদের খবরে শঙ্কিত হয়েছেন ফুটবলামোদীরা৷

যে দেশে দরিদ্র আরো দরিদ্র হচ্ছে, অগ্নিমূল্যের বাজারের সঙ্গে তাল মিলিয়ে কোনো রকমে বেঁচে থাকতে গিয়েও হিমসিম খাচ্ছে প্রতিনিয়ত, এমন দেশে এত ব্যয়বহুল আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ব্রাজিলেই৷ এ নিয়ে বিক্ষোভও হয়েছে অনেক৷ হালে দ্রব্যমূ্ল্যের ঊর্ধগতির মুখে বিপর্যস্ত মানুষ আবারো শুরু করেছে বিক্ষোভ৷ সঙ্গে যোগ হয়েছে রিও-র এই পুলিশ-জনতা সংঘর্ষ৷

সেপ ব্লাটার তারপরও ব্রাজিল বিশ্বকাপের সুষ্ঠু আয়োজন নিয়ে আশাবাদী৷ হংকং সফররত ফিফা প্রেসিডেন্ট ফুটবলের সবচেয়ে বড় আয়োজনকে ঘিরে জমতে থাকা দুশ্চিন্তা ঝেড়ে ফেলার আহ্বান জানাতে গিয়ে বলেছেন, ‘‘ফিফার সঙ্গে জড়ানোর পর থেকে ধরলে এটা আমার দশম বিশ্বকাপ৷ এ সময়ের মধ্যে আমি এমন একটা বিশ্বকাপ দেখিনি, যা শুরুর হওয়ার আগে সবকিছু ঠিকঠাক ছিল৷''

এ প্রসঙ্গে ২০১০ বিশ্বকাপের কথাও মনে করিয়ে দিয়েছেন ব্লাটার, ‘‘আমার মনে আছে, চার বছর আগেও অনেকে বলেছিলেন, দক্ষিণ আফ্রিকাকে আয়োজক করা ঠিক হয়নি৷ এমনও বলা হয়েছিল যে, দক্ষিণ আফ্রিকায় নাকি বুলেট-প্রুফ পোশাক না পরে রাস্তায় বের হওয়া যাবে না৷''

ব্রাজিল বিশ্বকাপের আয়োজনও ভালো হবে – ব্লাটারকে এতটা আশাবাদী রেখেছে ফুটবলের জনপ্রিয়তা৷ সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে বিশ্বকাপ শুরুর দিন গোনার আহ্বান জানিয়ে তাই বলেছেন, ‘‘ফুটবল সারা বিশ্বেই খেলা হয়৷ ফুটবল আসলে বাইরের অন্য যে কোনো শক্তির চেয়ে শক্তিশালী৷ আমার বিশ্বাস, এই বিশ্বকাপটা অসাধারণ হবে৷''

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ