যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি স্কুলে বন্দুক চালিয়ে পাঁচজনকে খুন করার এক দিন পর সেই বন্দুকধারীর স্ত্রীকে নিহত অবস্থায় পাওয়া গেছে৷ ধারণা করা হচ্ছে, স্কুলে হামলা চালানোর আগের রাতেই তাকে খুন করা হয়৷
বিজ্ঞাপন
বন্দুকধারীর ঘরের মেঝের নিচ থেকে তার স্ত্রীর মৃতদেহ পাওয়া যায়৷ পুলিশের ধারণা, কেভিন জনসন নীল সোমবার রাতে তাঁকে গুলি করে হত্যা করে এবং পরের দিন সকালে এলাকায় হামলা চালায়৷ ‘‘আমাদের ধারণা, এভাবেই পুরো ঘটনাটা শুরু হয়েছিল'' বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্থানীয় পুলিশের সহকারী শেরিফ ফিল জনস্টন৷
১৪ নভেম্বর রাঞ্চো তেহমা রিজার্ভের এলিমেন্টারি স্কুলে হামলা চালান কেভিন নীল৷ তার আগে তিনি শহরের বিভিন্ন জায়গায় হামলা চালান৷ এতে মারা যায় ৪ জন, আহত হয় অন্তত ১০ জন৷ পরে স্কুলে হামলা চালানো হলে নিহত হয় আরো ১ জন৷ প্রায় ২৫ মিনিট ধরে এ তান্ডব চলে৷ নিহতদের মধ্যে দু'জন কেভিনের প্রতিবেশী৷ পুলিশের ধারণা, এদের হত্যা করার পরই এলোপাথাড়ি গুলি চালানো শুরু করেন কেভিন৷
এ ঘটনায় কোনো শিশু নিহত হয়নি৷ স্কুল কর্তৃপক্ষের তড়িৎ সিদ্ধান্তের ফলে হতাহতের সংখ্যা অনেক কম৷ যদিও এ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি, তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও প্রতিবেশীদের সাথে ঝামেলার জেরে এমন ঘটনা ঘটেছে৷
হামলাকারীর বোন শেরিডান ওর বলেন, ‘‘কেভিনের মানসিক সমস্যা ছিল এবং প্রায়ই সে উগ্র আচরণ করতো৷'' তিনি জানান, কয়েক সপ্তাহ আগে কেভিন তার উদ্ভট ব্যবহারের জন্য চাকরিচ্যুত হন৷ এর আগে ফেব্রুয়ারি মাসে এক প্রতিবেশীকে ছুরিকাঘাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷ আদালত সূত্রে জানা যায়, ওই ঘটনার পর বন্দুক রাখার দায়ে তাকে জেলও খাটতে হয়৷
যুক্তরাষ্ট্রে ‘গণহারে গুলি চালিয়ে’ মানুষ হত্যার ভয়াবহ ১১টি ঘটনা
লাস ভেগাসে কনসার্টে গুলি করে অর্ধশতাধিক মানুষকে হত্যা করা হয়েছে রবিবার রাতে৷ ছবিঘরে থাকছে যুক্তরাষ্ট্রে গত ২৫ বছরে ঘটে যাওয়া ‘গুলি করে হত্যার’ ভয়াবহ ১১টি ঘটনা৷
ছবি: Reuters
১৯৯১: কিলিন
সে বছরের অক্টোবরে কিলিনে একটি রেস্তোরাঁয় এক ব্যক্তি গুলি চালিয়ে ২২ জনকে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করে৷
ছবি: Reuters
১৯৯৯: কলোরাডো
ঐ বছর এপ্রিলে কলোরাডোর লিটলটন শহরের কলোম্বাইন হাই স্কুলে দুই কিশোর শিক্ষার্থী ১২ সহপাঠী এবং এক শিক্ষককে গুলি করে হত্যা করে৷ পরে নিজেরাও আত্মহত্যা করে৷
ছবি: AP
২০০৭: ভার্জিনিয়া
ঐ বছরের এপ্রিলে ব্ল্যাকসবার্গে ভার্জিনিয়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোরীয় বংশোদ্ভূত ২৩ বছর বয়সি এক ছাত্র গুলি করে ২৭ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষককে হত্যা করে৷ পরে সে-ও আত্মহত্যা করে৷
ছবি: AP
২০০৯: বিংহ্যামটন
নিউ ইয়র্কের বিংহ্যামটনে ২০০৯ সালের এপ্রিলে একটি সিভিক সেন্টারে ঢুকে গুলি চালায় ভিয়েতনামের এক অভিবাসী৷ পরে আত্মহত্যা করা ওই ব্যক্তির গুলিতে নিহত হয় ১৩ জন৷
ছবি: AP
২০০৯: কিলিন সেনাঘাঁটি
সে বছরের নভেম্বরে কিলিনে নিজের সামরিক ঘাঁটিতে এক মার্কিন সেনা মনস্তত্ত্ববিদ গুলি করে ১৩ জনকে হত্যা করে৷ গুলিবিদ্ধ হয় আরও ৪২ জন৷ পরে পুলিশ তাকে আটক করে৷
ছবি: AP
২০১২: অরোরা
সে বছরের জুলাইতে গভীর রাতে অরোরার এক সিনেমা হলে ‘ব্যাটম্যান’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হচ্ছিল৷ সেই সময় এক তরুণ অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাথারি গুলি চালায় এবং কাঁদানে গ্যাস ছোড়ে৷ ঘটনাস্থলে মারা যায় ১২ জন৷ আহত হয় ৭০ জন৷ হামলাকারী এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে৷
ছবি: D. Bradford/Getty Images
২০১২: কানেকটিকাট
ডিসেম্বরে কানেকটিকাটের নিউটাউনে ২০ বছর বয়সি এক তরুণ নিজের মা-কে গুলি করে হত্যা করে৷ মানসিকভাবে ভারসাম্যহীন তরুণটি তার মাকে হত্যা করার আগে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালিয়ে ছয়-সাত বছরের ২০ জন শিক্ষার্থী এবং ৬ জন শিক্ষককে হত্যা করে৷ পরে আত্মহত্যার পথ বেছে নেয় সে৷
ছবি: dapd
২০১৩: ওয়াশিংটন
সে বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটন নৌবাহিনীর সদরদপ্তরে ঢুকে সাবেক এক কর্মী এলোপাথারি গুলি চালায়৷ এতে নিহত হয় ১২ জন৷ পরে সেখানকার অফিসারদের গুলিতে নিহত হন তিনি৷
ছবি: Reuters
২০১৫: স্যান বার্নাডিনো
ঐ বছরের ডিসেম্বরে নববিবাহিত এক মুসলিম দম্পতি স্যান বার্নাডিনোর একটি অফিসের ক্রিসমাস পার্টিতে গিয়ে গুলি করে ১৪ জনকে হত্যা করে৷ গুলিবিদ্ধ হয় আরও ২২ জন৷ পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই দম্পতি৷
ছবি: Reuters/NBCLA.com/Handout
২০১৬: অরলান্ডো
ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে ঐ বছরের ১২ই জুন সমকামীদের নৈশক্লাবে ঢুকে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যার ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব৷ অস্ত্রশস্ত্র নিয়ে এক বন্দুকধারী সেখানে গুলি চালায়৷ পুলিশের গুলিতে পরে নিহত হয় সে৷ তথাকথিত ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস এই হত্যায় দায় স্বীকার করেছিল৷
ছবি: Getty Images/S. Platt
২০১৭: লাস ভেগাসে সংগীত উৎসবে গুলি
স্থানীয় সময় ১লা অক্টোবর মাঝ রাতে লাস ভেগাসে কান্ট্রি মিউজিক উৎসব চলার সময় বন্দুকধারীর গুলিতে ৫০ জনেরও বেশি নিহত হয়েছে৷ আহত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ৷