1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার হত্যা

১৯ ফেব্রুয়ারি ২০১৩

গত মাসে হামলা হয় আসিফ মহিউদ্দীনের উপর৷ গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান তিনি৷ কিন্তু গত শুক্রবার একই ধরনের হামলায় প্রাণ হারিয়েছেন ব্লগার আহমেদ রাজীব হায়দার৷ আসিফ জানালেন, আগে সতর্ক হলে ‘রাজীব আজ মরতো না’৷

ছবি: AFP/Getty Images

ব্লগার আসিফ মহিউদ্দীনের উপর হামলা হয়েছিল গত মাসের ১৪ তারিখ৷ হামলাকারীরা তাঁর ঘাড়ে, পিঠে কোপ দিয়েছিল৷ সেই ঘটনার পর গুরুতর আহত আসিফের উপর তিন ঘণ্টা অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক হরিদাস সাহা৷ তিনি তখন ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, ‘‘কোপের ধরন প্রমাণ করে হামলাকারীরা তাঁকে (আসিফ মহিউদ্দীন) হত্যা করতে চেয়েছিল৷''

হামলার পরও আসিফ প্রাণে বেঁচে যান৷ কিন্তু বাঁচতে পারেননি ব্লগার আহমেদ রাজীব হায়দার৷ আসিফের উপর হামলার একমাস পর গত ১৫ ফেব্রুয়ারি ঠিক একইভাবে হামলা চালানো হয় রাজীবের উপর৷ ঢাকায় বাড়ির কাছে রাস্তায় পাওয়া যায় তাঁর রক্তাক্ত মরদেহ৷ মৃত্যুঘটে ব্লগার থাবা বাবা'র৷ যে থাবা বাবা ছিলেন শাহবাগের আন্দোলনের একজন সক্রিয় কর্মী, যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সোচ্চার এক অনলাইন যোদ্ধা আর সর্বোপরি ধর্ম রাজনীতির বিরুদ্ধে সজাগ এক কণ্ঠ৷

ব্লগার আসিফ মহিউদ্দীনছবি: Asif Mohiuddin

আসিফ এবং রাজীবের উপর হামলার ধরন একই রকম৷ এখন সেকথা স্বীকার করছে পুলিশ৷ দৈনিক প্রথম আলোসহ একাধিক পত্রিকা প্রকাশ করেছে এই তথ্য৷ যদিও এই পুলিশই গতমাসে আসিফের উপর হামলার ঘটনাকে ছিনতাই হিসেবে আখ্যা দিয়েছিল৷ তখন প্রতিবাদ করেছিলেন আসিফ৷ কিন্তু, তাঁর কথা খুব একটা গুরুত্ব পায়নি৷

আসিফ এই বিষয়ে সোমবার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি বারবার বলেছি, আমার উপর যারা হামলা করেছে তারা ছিল ধর্মীয় মৌলবাদী সম্প্রদায়ের, তারা ছিল একটি গোষ্ঠী৷ কিন্তু সেসময় আমার উপর হামলাকে কয়েকটি প্রথম সারির পত্রিকাতেও ছিনতাই হিসেবে বর্ণনা করা হয়েছে৷ এবং পুলিশও বলেছে, এটা ছিনতাইয়ের ঘটনা হতে পারে৷ আমি তখন বলেছি, আমার সাথে যেসব জিনিস ছিল - ট্যাব, মোবাইল ফোন, মানিব্যাগের টাকা - কিছুই তারা নেয়নি৷ এসবের দিকে তারা তাকায়ও নি৷'

রাজীব হত্যা প্রসঙ্গে আসিফ

This browser does not support the audio element.

রাজীবের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছেন আসিফ৷ শাহবাগে একইসঙ্গে আন্দোলন করেছেন তাঁরা৷ অনলাইন লেখেছেন ধর্ম নিয়ে রাজনীতি, ব্যবসার বিরুদ্ধে৷ আসিফ মনে করেন, তাঁর উপর হামলার পর পুলিশ, গোয়েন্দারা সতর্ক হলে হয়তো ‘রাজীব আজ মরতো না'৷ রাজীবের উপরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই হত্যাকাণ্ড অবশ্যই মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিগুলোর কাজ৷ যারা ধর্ম রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের কাজ৷ রাজীব তাদের বিরুদ্ধে অনবরত লিখে যাচ্ছিল৷''

রাজীবের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ব্লগার, অ্যাক্টিভিস্ট, সাধারণ জনতা৷ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে চান প্রজন্ম চত্বরের এই আন্দোলনকারীরা৷ চান জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে৷ আসিফ জানান, একাত্তরের যুদ্ধাপরাধের দায়েই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে৷ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে নয়৷

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ