1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগ্নেয়গিরি ও সুনামিতে এখনো বিপর্যস্ত ইন্দোনেশিয়া

২৭ অক্টোবর ২০১০

বুধবার পর্যন্ত জাভার মেরাপি আগ্নেয়গিরির তাণ্ডবে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত ১২ জন৷ এদিকে সুনামির ফলে মৃতের সংখ্যা কমপক্ষে ৪১২৷

জেগে উঠেছে মাউন্ট মেরাপিছবি: TMAX - Fotolia.com

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের যোগজাকার্তা শহরের কাছে অবস্থিত মাউন্ট মেরাপিতে মঙ্গলবার প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়৷ তবে আগেভাগেই আঁচ পেয়ে কর্তৃপক্ষ আশেপাশের গ্রাম থেকে প্রায় ১১,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু করেছিল৷ তা সত্ত্বেও কিছু মানুষ সেখানে থেকে যায়৷ স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা ২৮৷ অনেকে মারাত্মক গরম বাতাস সহ্য করতে পারে নি, অনেকে সরাসরি লাভার সংস্পর্শে এসে পুড়ে গেছে৷ তাদের সনাক্ত করাও সম্ভব নয়৷ মৃতদের মধ্যে রয়েছেন মবাহ মারিদজান, স্থানীয় মানুষ যাঁকে পাহাড়ের আধ্যাত্মিক তত্ত্বাবধায়ক হিসেবে গণ্য করতেন৷ তাঁর অলৌকিক শক্তি ছিল বলেও অনেকের বিশ্বাস৷

এদিকে সোমবার ৭.৭ তীব্রতার এক ভূমিকম্পের জের ধরে সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে সুনামি আছড়ে পড়ে৷ এই বিপর্যয়ের ফলে মৃতের সংখ্যা কমপক্ষে ৪১২, প্রায় ৪১২ মানুষ এখনো নিখোঁজ৷ অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ