1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌আগ্রহ বাড়ছে বাংলাদেশ বইমেলায়

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৪ নভেম্বর ২০১৯

কলকাতা আন্তর্জাতিক বইমেলার বাইরে আলাদা করে বাংলাদেশ বইমেলা৷ প্রতি বছরই পড়ুয়াদের আগ্রহ বাড়ছে সেই মেলাকে ঘিরে৷

কলকাতায় নবম বাংলাদেশ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানছবি: DW/S. Bandopadhyay

নবম বাংলাদেশ বইমেলা৷ কলকাতার রবীন্দ্র সদনের উল্টোদিকে মোহরকুঞ্জের স্বল্প পরিসরে৷ সারা বছরই কলেজ স্ট্রিটের বইপাড়ায় নির্দিষ্ট কিছু দোকানে বাংলাদেশের বই পাওয়া যায়৷ বছরের শুরুতে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলাতেও থাকে বাংলাদেশের বই৷ তার পরেও কেন আলাদা করে বাংলাদেশ বইমেলা?‌এই প্রশ্নের উত্তর পাওয়া গেল রবিবার বিকেলে৷ যখন স্টলে স্টলে উৎসাহী পাঠকের ভিড়৷ আর বাইরের খোলা মাঠে ভক্ত পাঠকদের সঙ্গে সরাসরি সাক্ষাত, আলাপ আলোচনায় মগ্ন সৈয়দ আবুল মাকসুদ, হরিশঙ্কর জলদাস, এপার বাংলার অমর মিত্র-র মতো নামী কথাসাহিত্যিকেরা৷ মেলায় দেখা হল প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট ছেলে অমিতাভের সঙ্গে৷ উদ্ভাসিত মুখে বেরোচ্ছিলেন একটি স্টল থেকে৷ হাতে এক কপি ‘‌চেঙ্গিস খান’৷ বললেন, অনেকদিন ধরেই খুঁজছিলাম৷ এখানে পেয়ে গেলাম৷ একইভাবে পছন্দের লেখক শাহাদুজ্জামান এর সাম্প্রতিক গল্প সঙ্কলনটি এসে খুঁজে কিনে নিয়ে গেছেন স্কুল শিক্ষক, চিত্র সমালোচক সম্রাট মুখোপাধ্যায়৷ তিনি বোঝালেন, কেন এই মেলায় তাঁর মতো লোকের আগ্রহ৷ যেহেতু বাংলাদেশের সব নতুন বই একুশের বইমেলাতেই বের হয় এবং তার অনেক আগে শেষ হয়ে যায় কলকাতা আন্তর্জাতিক বইমেলা, নতুন বই ঢাকা থেকে কলকাতায় আসতে আবার প্রায় এক বছর৷ সেখানে এই বাংলাদেশ বইমেলা সুযোগ করে দেয়, আরও আগে বইগুলি হাতে পাওয়ার৷
বাংলাদেশের দৈনিক ‘‌প্রথম আলো’ এর  প্রকাশনা সংস্থা ‘‌প্রথমা’র পক্ষ থেকে জাকির হুসেইন জানালেন, মূলত গবেষণাধর্মী প্রবন্ধ, আত্মজীবনী, কিছু বিখ্যাত উপন্যাসের ওপর কলকাতার পাঠকদের টান বেশি৷ এছাড়া কিছু বিখ্যাত উপন্যাস, যেমন শাহাদুজ্জামান এর ‘‌একজন কমলালেবু’, শাহিন আখতারেন ‘অসুখী দিন’৷ সভ্যতার ইতিহাস, দেশভাগের ইতিহাসের পাঠক আছে৷ এছাড়া লেখকের নাম করে তাঁদের নতুন বইয়ের খোঁজ করছেন অনেকেই৷ গোলাম মুরশিদ, আনিসুজ্জামান, হুমায়ুন আহমেদ আছেন সেই আগ্রহের তালিকায়৷

‘সাদাত এই মুহূর্তে ব্যস্ত’

This browser does not support the audio element.

‘গবেষণাধর্মী প্রবন্ধ, আত্মজীবনী, কিছু বিখ্যাত উপন্যাসের ওপর কলকাতার পাঠকদের টান বেশি’

This browser does not support the audio element.

নবীন লেখকদের মধ্যে কলকাতার পাঠকমহলে এখন বেশ জনপ্রিয় সাদাত হোসেইন৷ গতবারের বাংলাদেশ বইমেলায় তিনি এসেছিলেন৷ এবারও কি আসছেন?‌সাদাতের অন্যতম প্রকাশক ‘‌অন্যধারা’ এর তরফ থেকে ফারুক হোসেন জানালেন, না, সাদাত এই মুহূর্তে ব্যস্ত৷ কিন্তু কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তিনি আসছেন৷ অন্যধারার ফারুকের সঙ্গে যৌথভাবে মেলায় স্টল দিয়েছেন নূপুর প্রকাশনীর নুরুল ইসলাম৷ তিনিও জানাচ্ছেন, ইতিহাসের বই খোঁজ করছেন অনেক পাঠক৷ পাশাপাশি বাংলাদেশের থ্রিলার জাতীয় উপন্যাসের কাটতিও প্রচুর৷

৮ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ