1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগ্রাসী মিয়ানমার, বাংলাদেশের করণীয় কী?

৪ সেপ্টেম্বর ২০১৭

শুধু রোহিঙ্গা বিতাড়ন নয়, সীমান্তে আগ্রাসী ভূমিকা নিয়েছে মিয়ানমার৷ গত কয়েক দিনে দফায় দফায় সীমান্তে গুলি ছোড়ার ঘটনা ছাড়াও, মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে৷ এ অবস্থায় বাংলাদেশের করণীয় কী?

Bangladesch Rohingya aus Bangladesch
ছবি: Abdul Aziz

২৬ আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোড়ে৷ এরপর ২৮ আগস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার কোণাপাড়ার কলাবাগান সীমান্তে আবারো গুলি ছোড়ে বিজিপি৷

২৭ ও ২৮শে আগস্ট এবং ১ সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে৷ বলা বাহুল্য, ঢাকা এর তীব্র প্রতিবাদ জানায়৷

কক্সবাজারের সাংবাদিক অব্দুল আজিজ ডয়চে ভেলেকে বলেন, ‘‘সীমান্তে বিজিপি-র গুলি বর্ষণের ঘটনা প্রায়ই ঘটে৷ তারা নো ম্যান'স ল্যান্ডে রোহিঙ্গাদের টার্গেট করে গুলি ছোড়ার কথা বললেও, সীমান্ত পেরিয়ে এদিকে এসে গুলি ছোড়ায় সীমান্তবর্তী বাংলাদেশি জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে অচিরেই৷''

ইমতিয়াজ আহমেদ

This browser does not support the audio element.

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর হিসাবে, গত ১১ দিনে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে৷ গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার রোহিঙ্গা শরণার্থী ঢুকেছে বাংলাদেশে৷ ২৪ আগস্ট সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নেমেছে৷ যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন৷

ঈদের ছুটির পর সোমবার, অর্থাৎ প্রথম কর্মদিবসেই সচিবালয়ে রোহিঙ্গা এবং মিয়ানমার নিয়ে প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ তিনি বলেন, ‘‘মিয়ানমারের রাখাইনে দমন অভিযানের মুখে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামায় সরকার কিছুটা হলেও চিন্তিত ও ক্ষুব্ধ৷ আমরা এখন যেটা করছি, সেটা হলো বিশ্ব জনমতে ব্যাপকভাবে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছি৷''

তিনি আরো বলেন, ‘‘আপনারা শুনেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে কী বলেছেন৷ আমরা মনে করি এটা এমন একটা বিষয়, যেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে৷’’

এম শাখাওয়াত হোসেন

This browser does not support the audio element.

আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘মিয়ানমার চাইছে রোহিঙ্গাদের মধ্যে যারা অস্ত্র হাতে নিয়েছে, তারা যেন আরো সক্রিয় হয়৷ সীমান্তে তারা অস্থিরতা তৈরি করতে চায়৷ এর মধ্য দিয়ে বিশ্বের কাছে যুদ্ধাবস্থা প্রমাণ করতে চায় তারা৷ তাই বাংলাদেশকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে৷ কোনো ফাঁদে পা দিলে চলবে না৷ কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করে বিশ্ব জনমত গড়ে তুলতে হবে৷ এছাড়া একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার জন্য সবাইকে রাজি করাতে হবে৷ সেই সম্মেলনে কোফি আনান কমিশনের রিপোর্ট নিয়ে কথা বলা যাবে৷ চাপ দেয়াও যাবে৷ কারণ সু চি বলেছেন, তিনি কোফি আনান কমিশনের প্রতিবেদন অনুযায়ী কাজ করবেন৷’’

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারে শাহেদুল আনাম খান (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘মিয়ানমারের আগ্রাসী মনোভাব স্পষ্ট৷ তবে আমাদের কূটনৈতিক সমাধান খুঁজতে হবে৷ কোনো সামরিক সমাধান নয়৷ অবশ্য মিয়ানমারকে এটাও বুঝিয়ে দিতে হবে যে, বাংলাদেশ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় দেবে না৷ নিজ ভূখণ্ডের ওপর কোনোরকম অনধিকার চর্চা প্রতিহত করতে সক্ষম বাংলাদেশ৷’’

শাহেদুল আনাম খান

This browser does not support the audio element.

 

অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘মিয়ানমার এবং রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান আমার কাছে স্পষ্ট নয়৷ তবে আমি মনে করি, মিয়ানমারের আগ্রাসী আচরণের জবাবে সীমান্তে বাংলাদেশকে কঠোর অবস্থানে যেতে হবে৷ আবার যদি মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে, তাহলে সঠিক শিক্ষা দিতে হবে৷''

রোহিঙ্গা প্রশ্নে তিনি বলেন, ‘‘মিয়ানমারের রাখাইনে জাতিগত নির্মূল প্রক্রিয়া চলছে৷ তারা কথিত বাংলাভাষী, তা সে মুসলিম, হিন্দু বা খ্রিষ্টান যাই হোক না কেন, কাউকে রাখবে না৷ তাই বাংলাদেশের উচিত হবে বিশ্ব শক্তিকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আহ্বান জানানো৷''

প্রসঙ্গত, মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান৷ বাংলাদেশ সরকার তাঁদের ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি৷

আগ্রাসী মিয়ানমারকে মোকাবিলা করতে বাংলাদেশের আদতে করণীয় কী? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ