শিল্পীর তুলির ছোঁয়ায় ক্যানভাস জুড়ে কত কত অসাধারণ সব ছবি মূর্ত হয়ে ওঠে৷ এমন ঘটনার সাক্ষী হয়তো অনেকেই হয়েছেন৷ কিন্তু শুধু আঙুলের ছোঁয়ায় অসম্ভব স্পষ্টতা ও নিপুণতায় একের পর এক ছবি ভেসে উঠছে ক্যানভাসে৷ এমনটি কি চোখে পড়ে?
তেমনি এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁচের ছোট ক্যানভাসে ছবি আঁকছেন৷ তবে তুলি দিয়ে নয়, আঙুলের সাহায্যে৷ একেকটা ছবি আঁকতে তাঁর এক মিনিটের মতো লাগছে৷ সেগুলো আবার ফ্রেমে করে পর্যটকদের কাছে বিক্রি করছেন তিনি৷
ফেসবুকের অনলাইন প্ল্যাটফর্ম ভাইরাল হগ ভিডিওটি প্রকাশ করেছে৷
দু'সপ্তাহ আগে প্রকাশিত ভিডিওটি এরই মধ্যে এক লাখ ছিয়াশি হাজার বার দেখা হয়েছে৷ কমেন্টও পড়ছে শত শত৷ একজন দাবি করেছেন, ঘটনাটি ইটালির রোমের৷ সেখানে রাস্তার পাশে এই লোকটি ছবি আঁকেন৷ তিনি বলেছেন, অনেকেই তাঁর আঁকার ক্ষমতা ও দক্ষতার প্রশংসা করেন, ছবি তোলেন, অনলাইনে প্রচুর লাইকও কামান৷ কিন্তু বেশিরভাগই ছবি কেনেন না৷
জেডএ/এসিবি
১৪ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...
ঐতিহ্যবাহী ব্যালে কোম্পানি ‘আর্দেন্তিয়া’ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ব্যালে শিল্পকে উন্মুক্ত করেছিল শিল্প অনুরাগীদের জন্য৷ মেক্সিকো সিটির রাস্তায় তাদের এই শিল্প উপভোগ করেছেন অনেক মানুষ৷
ছবি: Reuters/C. Jassoমেক্সিকোর এই কোম্পানিটি ঐতিহ্যবাহী ব্যালে কোম্পানি হিসেবে সুপরিচিত৷ এটি মূলত একটি নাট্য কোম্পানি৷ প্রতি বছর এইে কোম্পানিটি সড়কে ব্যালের আয়োজন করে৷
ছবি: Reuters/C. Jassoসড়কে যখন ‘লাল সিগনাল’ পড়ে, সেসময় হঠাৎ শিল্পীরা তাঁদের পারফর্ম্যান্স শুরু করেন৷ প্রত্যেকটি দলের পারফর্ম্যান্সের সময় ছিল ৫৮ সেকেন্ড, কেননা, এরপর যান চলাচল শুরু হয়ে যায়৷ নৃত্যশিল্পীরা মেক্সিকো সিটির সড়ককে মঞ্চ বানিয়ে নিজেদের শিল্পকে উপস্থাপন করছিল৷ মোট ১০টি দল পারফর্ম করেছিল৷
ছবি: Reuters/C. Jassoপ্রচুর দর্শক সারিবেঁধে বসে উপভোগ করেছেন এই অনবদ্য শিল্প৷ নবম বারের মতো অনুষ্ঠিত হলো এই ‘স্ট্রিট ব্যালে শো’৷
ছবি: Reuters/C. Jassoশিল্পীদের নাচের সময় থমকে গিয়েছিল যানবাহন৷ সবাই অবাক হয়ে উপভোগ করছিলেন এই অপূর্ব নৃত্যনাট্য৷ এ বছর জুলাই মাসের ১৪ তারিখে শুরু হয়ে সেপ্টেম্বর মাসে ২ তারিখ পর্যন্ত চলেছে এই শো৷
ছবি: Reuters/C. Jassoরাস্তায় দাঁড়িয়ে নিজেদের ফোনে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করছিলেন অনেকেই৷
ছবি: Reuters/C. Jassoশিল্পীদের নাচের জাদুতে বিমোহিত দর্শকেরা৷
ছবি: Reuters/C. Jasso