1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজই মুক্তি পেয়ে যেতে পারেন ট্রাম্প

৩১ জানুয়ারি ২০২০

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন প্রক্রিয়া শুক্রবারই শেষ হয়ে যেতে পারে৷ অভিযোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন তিনি৷

USA Trump unterzeichnet Freihandelsabkommen zwischen USA, Mexiko und Kanada
ছবি: picture-alliance/AP Photo/A. Brandon

ডেমোক্রেটরা মনে করছেন, ট্রাম্পের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ পাওয়া গেছে, যেগুলো নিয়ে আরও শুনানি হওয়া প্রয়োজন৷ সেটি করা হবে কিনা তা নিয়ে শুক্রবার সেনেটে একটি ভোট অনুষ্ঠিত হবে৷

১০০ আসনের সেনেটের ৫৩ সদস্য ট্রাম্পের রিপাবলিকান দলের৷ আর ডেমোক্রেট সদস্য আছেন ৪৭ জন৷ ফলে আরও শুনানি হবে কিনা, তা নিশ্চিত করতে অন্তত ৫১ জন সেনেটরের ভোট প্রয়োজন৷ অর্থাৎ অন্তত চারজন রিপাবলিকান সদস্যকে শুনানির পক্ষে ভোট দিতে হবে৷

ইতিমধ্যে দুজন রিপাবলিকান পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন৷ আর আলাস্কার সেনেটর লিসা মুর্কোভস্কি শুক্রবার সকালে তাঁর সিদ্ধান্ত জানাবেন৷

আরেক রিপাবলিকান সেনেটের ল্যামার আলেক্সান্ডার শুনানির পক্ষে ভোট দেবেন বলে আশা করছিলেন ডেমোক্রেটরা৷ কিন্তু বৃহস্পতিবার দিন শেষে তিনি জানিয়ে দেন যে, তিনি প্রেসিডেন্টের পক্ষেই থাকবেন৷

ফলে একমাত্র আলাস্কার সেনেটর মুর্কোভস্কি যদি শুনানির পক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত নেন তাহলে ভোটের ফলাফল ৫০-৫০ হতে পারে৷ সেক্ষেত্রে প্রধান বিচারপতি জন রবার্টস ড্র ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন৷ কিন্তু তিনি যদি তা না করেন তাহলে ডেমোক্রেটরা হেরে যাবেন৷

এই অবস্থায় রিপাবলিকানরা ট্রাম্পকে একেবারে মুক্তি দেয়ার ভোট ডাকতে পারেন এবং সেটা শুক্রবারই হতে পারে৷ সেক্ষেত্রে শুক্রবারই ট্রাম্পের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ