1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পাইস গার্লসরা আজ নারীবাদী

৭ জুলাই ২০১৬

ব্রিটিশ মিউজিক্যাল ব্যান্ড ‘স্পাইস গার্লস'-এর কথা মনে আছে? মনে আছে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘ওয়ানাবি' গানটা? দীর্ঘ ২০ বছর পর সেই গানেরই একটা ‘রিমেক' করা হয়েছে সম্প্রতি, যাতে আলোচিত হয়েছে নারীর ক্ষমতায়ন ও সমানাধিকার৷

ছবি: Getty Images

The Spice Girls' 'Wannabe' gets a feminist remake

01:15

This browser does not support the video element.

ব্রিটেনের একটি অলাভজনক সংগঠন ‘প্রোজেক্ট এভরিওয়ান' এই ‘রিমেক'-এর মূল উদ্যোক্তা৷ জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র-সংগীতশিল্পীদের একত্রিত করেছে তারা৷ শুরু করেছে ‘গ্লোবাল গার্লস' ক্যাম্পেন৷ বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও অংশ নিয়েছেন এতে৷

আসলে শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ভ্রূণহত্যা, নারীর সমানাধিকার প্রভৃতি বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে ক্যাম্পেনটি৷ ‘ওয়াট উইমেন রিয়েলি রিয়েলি ওয়ান্টস', অর্থাৎ নারীরা সত্যিই কী চান – এই প্রশ্নেরই উত্তর দেয়ার চেষ্টা করা হয়েছে৷ তবে উত্তর দিয়েছেন নারীরা৷ নিজেদের কথা বলেছেন তাঁরা নিজের মুখেই৷ নাচতে নাচতে, কোমর বেঁধেছেন তাঁরা নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায়৷ তুলে ধরেছেন শিশু শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ধর্ষণের রাজনীতি বন্ধ করার কথা৷

জ্যাকলিনের কথায়, ‘‘আমাদের এমন একটা সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন না৷ গড়ে তুলতে হবে এমন একটা সমাজ ব্যবস্থা, যেখানে শিক্ষা, প্রযুক্তিগত দিক থেকেও তাঁরা এগিয়ে যেতে পারবেন৷''

ডিজি/এসবি

বন্ধু, ভিডিও ক্লিক করুন, দেখুন আর বলুন আপনি কী চান৷ লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ