1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজম খান এর গান রয়েছে বাঙালির শিকড়ে

৪ জুন ২০১১

‘রেললাইনের বস্তিতে জন্মেছিল একটি ছেলে’, -- এই গান দিয়েই পরিচয় আজম খান এর সঙ্গে৷ এরপর তাঁর ‘‘ওরে সালেকা ওরে মালেকা’’ কিংবা ‘‘আলাল ও দুলাল’’ সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছি বারবার৷

microphone; mic; music; radio; fm; broadcast; telecommunication; retro; live; concert; entertainment; to sing; vintage; to entertain; club; celebrity; voice; air; audience; audio; background; band; chrome; classic; clipping; closeup; dance; disco; discotheque; dj; elvis; entertain; equipment; gear; headphones; holiday; instrument; isolated; jazz; jockey; karaoke; mc; mike; mix; mp3; musical; old; party; path; perform; performance; phones; pop; professional; record; rock; show; shure; sing; singer; song; sound; speak; speech; spin; stage; studio; talk; technology; text; tonight; tv; volume; white
প্রতীকী ছবিছবি: Fotolia/U.P.images

মুক্তিযুদ্ধ পরবর্তী কয়েক দশক তরুণদের বিনোদনের মূল খোরাক ছিল আজম খানের পপ সংগীত৷ সাধে কি আর তিনি বাঙালির ‘‘পপগুরু''৷ তবে, এই পপগুরু নামটা কিন্তু আবার বিশেষ পছন্দ নয় আজম খানের৷ এইতো দিনকয়েক আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বললেন, গুরু কেন, সোজা আজম ভাই ডাকতে সমস্যা কোথায়৷ তিনি যাই বলুক, মানুষের মনের কোঠায় তিনি পপগুরু বা পপসম্রাট হিসেবেই জায়গা করে নিয়েছেন৷

সেই আজম খান, গত কয়েকমাস ধরেই সংবাদ শিরোনামে৷ গত বছর তাঁর মুখগহ্বরে ক্যান্সার ধরা পড়ে৷ চিকিৎসার জন্য তাঁকে একাধিকবার নিয়ে যাওয়া হয় সিংগাপুরে৷ সর্বশেষ গত ডিসেম্বরে কয়েকটি থেরাপি বাদ রেখেই দেশে ফিরে আসেন পপগুরু৷

বর্তমানে আজম খানের অবস্থা সঙ্কটজনক৷ গত ২২ মে বাম হাতে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি ভর্তি হন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে৷ সেখানে থেকে বৃহস্পতিবার তাঁকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে৷ তাঁর শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়েছে৷ সর্বশেষ শুক্রবার আজম খান এর ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে৷

আজম খান এর মেয়ে ইমা খান শুক্রবার জানিয়েছেন, আজম খানের রক্তে আবারও হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে৷ শুক্রবার গভীর রাতে তাঁকে দুই ব্যাগ রক্তও দেওয়া হয়েছে৷ বর্তমান তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন৷

পপসম্রাট আজম খান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন৷ একাত্তরে মাত্র ২১ বছর বয়সে যুদ্ধে অংশ নেন তিনি৷ সেসময় তাঁর গান সহযোদ্ধাদের প্রেরণা যুগিয়েছে৷ এছাড়া ঢাকায় গেরিলা অভিযানের অন্যতম নায়ক ছিলেন আজম খান৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ