1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশন

২১ মে ২০১২

আজারবাইজান৷ পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার মাঝে অবস্থিত দেশটিতে এবার ইউরোপীয় সংগীত প্রতিযোগিতা ‘ইউরোভিশন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এর মাধ্যমে এই দেশটি পশ্চিমা বিশ্বের কাছে নতুন করে তাদের পরিচয় তুলে ধরতে চাইছে৷

ছবি: picture alliance / dpa

‘এ ল্যান্ড অব ম্যাজিক কালার্স' মানে, যাদুকরি অনেক রঙয়ের দেশ৷ আজারবাইজানের পর্যটন বিভাগের স্লোগান এটি৷ দেশটির রাজধানী বাকুতে এই শনিবারে ইউরোভিশনের আসর বসতে যাচ্ছে৷ এই সুযোগে ইউরোপ তথা বিশ্ববাসীর কাছে আজারবাইজানের নানা রঙ দেখাতে চায় সরকার৷

কিন্তু সমস্যা হলো, ইউরোভিশনের কারণে বিশ্বের গণমাধ্যমগুলোর নজর এখন আজারবাইজানের দিকে৷ প্রতিদিন নানা ধরণের খবর বের হচ্ছে, যার বেশিরভাগই সমালোচনামূলক৷ যেমন দেশটির বিরোধী দলের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ বলছে, সেখানে স্বাধীন মত প্রকাশের কোনো অধিকার নেই৷ সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের মারধর করে জেলে পুরা সহ, কখনো কখনো মেরেও ফেলা হয়৷ এছাড়া সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়ার জন্য সাধারণ মানুষের উপর নির্যাতন চালায় নিরাপত্তা বাহিনী৷

এই সুরম্য ভবনে হবে ইউরোভিশন প্রতিযোগিতাছবি: picture-alliance/dpa

সংবাদ মাধ্যমের এই খবরের সত্যতার প্রমাণ পাওয়া যায় কিছুদিন আগে৷ সেসময় রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সোকার' এর নিয়োগ দেয়া নিরাপত্তা বাহিনীর হাতে আহত হন ইদ্রাক আব্বাসভ নামের স্থানীয় এক সাংবাদিক৷ অপরাধ – তিনি ভেঙে ফেলা ভবন'এর ছবি তুলছিলেন৷ উল্লেখ্য, নতুন নতুন স্থাপনা গড়ে তোলার নামে রাজধানী বাকুতে সরকারের উদ্যোগে প্রায় চার হাজার ভবন ভেঙে ফেলা হয়েছে৷ বিশেষজ্ঞরা এই তথ্য দিয়ে বলেছেন, এসবের মধ্যে স্থাপত্যের নিদর্শন সমৃদ্ধ কিছু ভবনও রয়েছে৷

রিপোর্টাস উইদাউট বর্ডার্স'এর স্বাধীন গণমাধ্যম সূচকে আজারবাইজানের অবস্থান ১৭৯টি দেশের মধ্যে ১৬২তম৷

চব্বিশ বছরের সংগীত শিল্পী জামাল আলি বলছেন, আজারবাইজানে কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাঁর সঙ্গে পশুর মতো আচরণ করে সরকার৷ দেশটির প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের বিরুদ্ধে কথা বলার জন্য কদিন আগে আলিকে দশদিন জেল খাটতে হয়েছে৷ সেসময় তাঁকে মারধরও করা হয়৷

এছাড়া তেলসমৃদ্ধ এই দেশটিতে দুর্নীতি এমনভাবে ছেয়ে গেছে যে, মুষ্টিমেয় কিছু লোক ধনী হয়ে যাচ্ছে৷ কিন্তু বাকিদের কোনো উন্নতি হচ্ছে না৷ পশ্চিমা বিশ্বের নজর কাড়তে বাকুতে বড় বড় দালানকোঠা গড়ে তোলা হলেও রাজধানীর বাইরে গেলেই চরম দরিদ্র লোকের দেখা মেলে৷ এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

প্রতিবেদন: জাহিদুল হক (ডিপিএ, এএফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ