1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ইসরায়েল-আমিরাত প্রথম বাণিজ্যিক ফ্লাইট

৩১ আগস্ট ২০২০

আরব বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে বলে ১৩ আগস্ট জানানো হয়েছিল৷ আজ সোমবার দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে৷

ফ্লাইট শুরুর আগের ছবিছবি: Reuters/N. Elias

এই ফ্লাইটে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঊর্ধ্বতন উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়ান আছেন৷ তারা সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের একটি দিন ঠিক করবেন৷ সেপ্টেম্বরের মধ্যেই সেটা হতে পারে, কারণ একে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সাফল্য হিসেবে তুলে ধরা হবে৷

ইতিহাস সৃষ্টি করতে যাওয়া এই ফ্লাইটের নম্বর দেয়া হয়েছে এল আল ৯৭১৷ এল আল ইসরায়েলের জাতীয় বিমানসংস্থা৷ আর ৯৭১ আরব আমিরাতের আন্তর্জাতিক ডায়াল কোড৷ ফিরতি ফ্লাইটের নম্বর এল আল ৯৭২৷ ৯৭২ ইসরায়েলের আন্তর্জাতিক ডায়াল কোড৷ মঙ্গলবার সকালে ফিরতি ফ্লাইটটি রওয়ানা হওয়ার কথা৷

তেল আভিভের স্থানীয় সময় সকাল ১১টা ১৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর দুইটা ১৩) এল আল-এর ফ্লাইটটি আবুধাবির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ আবুধাবির স্থানীয় সময় দুপুর তিনটা ৪৩-এ এটি পৌঁছার কথা৷

ইরান নিয়ে উদ্বিগ্ন অন্যান্য সুন্নি আরব রাষ্ট্রগুলোকে ইসরায়েলের দিকে ঝুঁকানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন৷ তবে এসব রাষ্ট্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌদি আরব বলেছে, তারা এর জন্য এখনও প্রস্তুত নয়৷

অবশ্য ইসরায়েল ও আমিরাতের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইটকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে৷ তবে এল আল বিমানসংস্থার কর্মকর্তা ও বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেনি৷

এল আল ৯৭১ ফ্লাইটের ককপিটে আরবি, ইংরেজি ও হিব্রু ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা হয়েছে৷

১৩ আগস্ট আরব আমিরাত-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকের ঘোষণা দেয়ার পর দুই দেশের মন্ত্রীদের মধ্যে টেলিফোন আলোচনা হয়েছে৷ এছাড়া শনিবার ইসরায়েলকে বয়কট করা ১৯৭২ সালের আইন বাতিল করেছে আরব আমিরাত৷

আরব রাষ্ট্রগুলোর মধ্যে এখন পর্যন্ত মিশর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে৷ এই তালিকায় আরব আমিরাতের নাম যুক্ত হতে যাওয়ায় অন্য আরব দেশও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে বলে আশা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ