1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশে

৩১ আগস্ট ২০১১

আজ বাংলাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয় বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷

বঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আনন্দই আলাদাছবি: AP

ঈদের এই উৎসবে বাঙালি মুসলমান ভুলে যায় সব ভেদাভেদ৷ সব শ্রেণির মানুষ এককাতারে ঈদের নামাজ পড়েন, করেন কোলাকুলি৷ তারপর সারদিন চলে খাবার দাবারসহ নানা আয়োজন৷ একমাস রোজা রাখার পর ঈদ আসে খুশি আর সাম্যের বারতা নিয়ে৷

ঈদে রাজধানীবাসীর অধিকাংশ মানুষই গ্রামে চলে গেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে৷ আর যারা যেতে পারেননি তারাও হাল ছাড়েননি৷ কেউ কেউ ঈদের দিন সকালেও চেষ্টা করছেন কোন না কোন যানবাহণে চেপে গ্রামে যেতে৷ তবে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় এখন এখানে চিরাচরিত ট্রাফিক জ্যাম নেই৷ সড়কগুলো যেন সুনসান৷ তাই ট্রাফিক পুলিশও যেন কিছুটা বিশ্রাম পেয়েছে৷

ঈদ মানেই পরিবারের সঙ্গে সময় কাটানো – কিন্তু পরিবহন ব্যবস্থার উপর এসময়ে চাপ বাড়েছবি: dapd

আর এই ফাঁকা রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়েছে বিশেষ ব্যবস্থা৷ পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানান সে কথা৷ আর ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, আইন শৃঙ্খলা রক্ষায় তারা মার্কেট ও অ্যাপার্টমেন্টের মালিকদের সঙ্গেও বৈঠক করছেন৷

এদিকে ঈদের চাঁদ দেখা দেয়ার পর গত রাতে রাজধানী ছিল শেষমুহূর্তের কেনাকাটায় ভীষনণ ব্যস্ত৷ শপিং মলগুলো সারারাত খোলা ছিল৷

আজ ঈদের দিন আবহাওয়া মোটামুটি ভাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ আবহাওয়া কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, হালকা বৃষ্টি হলেও হতে পারে৷ তবে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ