1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ রোজেনমোনটাগ

মারিনা জোয়ারদার১২ ফেব্রুয়ারি ২০১৫

রাইন নদীর ধারে গড়ে ওঠা শহরগুলিকে একসঙ্গে বলে ‘রাইনল্যান্ড’৷ কার্নেভাল সেই রাইনল্যান্ডেরই উৎসব৷ আর আজ – ‘রোজেনমোনটাগ’, মানে গোলাপি সোমবার৷ এদিন কার্নেভাল উৎসব চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়৷ তাই আমরাও মেতেছি উৎসবে৷

Bildergalerie Karnevalshochburgen
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd

কার্নেভালে যে যার ইচ্ছেমত সেজে পথে নামে৷ রাস্তায়, রাস্তায় দেখা যায় প্যারেড, বিভিন্ন ব্যান্ড বাজনা বাজাতে বাজাতে চলে যায়৷ আজ প্রায় এক লক্ষ মানুষ এসেছে এই প্যারেড দেখতে, অংশগ্রহণ করতে৷

কার্নেভালের এই বিশেষ দিনটি রোজেনমোনটাগ নাম পরিচিত৷ ধারণা করা হয়, শীতকালকে বিদায় জানাতেই আয়োজন করা হয় এই উৎসবের৷ সারা জার্মনিতে টেলিভিশনের পর্দায় আজ প্রচার করা হচ্ছে এই উৎসব৷ বেশ কিছু অঞ্চলে সরাসরি দেখানো হচ্ছে প্যারেড, সাধারণ মানুষের উচ্ছ্বাস৷ উৎসবে মেতে আছে কোলন শহরও৷ ইতিমধ্যেই প্রায় তিনশো টন চকোলেট ছড়িয়ে দেয়া হয়েছে প্যারেড থেকে৷ অর্থাৎ যে বা যারা প্যারেড দেখতে আসবে, তারা ব্যাগ ভর্তি চকোলেট নিয়ে যেতে পারবে৷ তাই একদিকে যেমন দু'হাতে ছড়ানো হচ্ছে চকোলেট, অন্যদিকে তেমনই দুই হাতে কুড়ানোও হচ্ছে তা৷

কার্নেভালে প্রাণের উচ্ছাসছবি: picture alliance/dpa

স্বাভাবিকভাবেই বাচ্চারা আনন্দে একেবারে পাগল হয়ে গেছে আজ৷ তারা সেজেছে নানাভাবে৷

একটি শিশু জানাল, ‘‘আমি সেজেছি রেড ইন্ডিয়ান৷'' আরেকজন বলল, ‘‘ম্যাজিশিয়ান, থ্রি মাস্কেটিয়ার্স, জলপরি''৷

কার্নেভালে জায়গা পায় রাজনীতিকদের ক্যারিকেচারছবি: picture alliance/dpa

বাচ্চাদের সঙ্গে যোগ দিয়েছে বাবা-মায়েরাও৷ একজন মা সেজেছেন কুমড়োর মতো৷ আরেকজন মৌমাছি৷ তবে আচার আচরণে তিনি মৌমাছির মত হুল ফুটিয়ে বেড়ান কিনা – তা জানা যায়নি৷

কার্নেভাল কোন ধর্মীয় উৎসব নয়৷ গত একশো বছর ধরে এই উৎসবটি পালন করা হচ্ছে৷ তবে কার্নেভাল যে গোটা জার্মানিতে পালন করা হয় – তা কিন্তু নয়৷ শুধু রাইন নদীর ধার ঘেঁষেই এই উৎসবের আমেজ পাওয়া যায়৷ কোলন, বন ছাড়াও ড্যুসেলডর্ফ এবং মাইনৎস শহরেও কার্নেভালের পরশ লাগে৷ প্রতি বছর আসে এই কার্নেভাল৷ হাজার হাজার মানুষ মেতে ওঠে উৎসবে৷ যেমন খুশি তেমন সাজো, চকোলেট খাও আর ফুর্তি করো৷ কারণ আজ যে সবার ছুটি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ