1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে ঋণখেলাপি

৩০ জুন ২০১৫

না, শিরোনাম পড়ে ধরে নেবেন না ব্যাপার আনন্দের৷ ইউরোপ তথা বিশ্ব নেতৃবৃন্দের জন্য বিষয়টি বেশ চিন্তার৷ গ্রিস যেন এই অবস্থায় পৌঁছাতে না পারে সেজন্য গত প্রায় পাঁচ মাস ধরে আলোচনা চলছে৷

Griechenland Athen Tsipras im TV Studio Interview
ছবি: picture-alliance/AP Photo/T, Stavrakis

কিন্তু দাতাদের সংস্কার প্রস্তাবের সঙ্গে গ্রিস এখনও একমত হতে না পারায় বেইলআউট প্যাকেজের শেষ কিস্তির টাকা (৭.৪ বিলিয়ন ইউরো) পায়নি গ্রিস৷ তাই মঙ্গলবার আইএমএফকে ঋণের যে ১.৫ বিলিয়ন ইউরো ফেরত দেয়ার কথা সেটা গ্রিস দিতে পারবে না বলে সোমবারই জানিয়ে দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস৷

দাতাদের সবশেষ সংস্কার প্রস্তাব নিয়ে দেশের নাগরিকদের মনোভাব জানতে আগামী রবিবার গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন সিপ্রাস৷ ঐ গণভোটে দাতাদের প্রস্তাবের বিপক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ সেটা না হলে নিজে পদত্যাগ করতে পারেন বলেও আভাস দিয়েছেন৷

এদিকে, জার্মান চ্যান্সেলর এবং ফ্রান্স ও ইটালির প্রেসিডেন্ট সহ ইউরোপের নেতারা গণভোট নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন৷ তাঁরা মনে করছেন, এই ভোট গ্রিসের ইউরোজোনে থাকা না থাকারও একটি সিদ্ধান্ত হতে পারে৷

গ্রিক প্রধানমন্ত্রীর একসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ ইউরোপীয় নেতা বলে পরিচিত ইউরোপীয় কমিশনের প্রধান জঁ ক্লোদ ইয়ুংকার গণভোট আয়োজনের ঘোষণায় নিজেকে ‘প্রতারিত' মনে করছেন৷ তিনি মনে করছেন, ‘‘গণভোটে ‘না' জয়ী হওয়া মানে গ্রিসের ইউরোপকে না বলা৷''

তবে গ্রিক প্রধানমন্ত্রী বলেছেন, গণভোটের রায় গ্রিসকে দাতাদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় একটি শক্ত ভিত্তি দেবে৷

ইউরোগ্রুপের প্রধান ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গণভোটের পর আবারও ঋণচুক্তি নিয়ে আলোচনার কথা বলেছেন৷ গ্রিক প্রধানমন্ত্রীও তেমন ইচ্ছার কথা জানিয়েছেন৷

এদিকে, সোমবার সন্ধ্যায় গ্রিসের দুটি শহরে দাতাদের সংস্কার প্রস্তাব নিয়ে গ্রিস সরকারের অবস্থানের সমর্থনে মিছিল হয়েছে৷ এত প্রায় ১৩ থেকে ১৭ হাজার মানুষ অংশ নেয় বলে বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে৷

গ্রিসের বিষয়টি ইউরোপ ছাড়িয়ে বিশ্ব নেতৃবৃন্দের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ কারণ গ্রিস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্বের শেয়ার বাজারে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গ্রিস প্রসঙ্গ নিয়ে টেলিফোনে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন৷ তাঁরা মনে করছেন, গ্রিসের সঙ্গে চুক্তি নিয়ে এখনও আলোচনা হতে পারে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ