1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ নজরুলের ১১২তম জন্মজয়ন্তী

২৫ মে ২০১১

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী আজ৷ ১৮৯৯ সালের ২৫ মে নজরুল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন৷

জাতীয় কবি কাজী নজরুল ইসলামছবি: Harun Ur Rashid Swapan

‘মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল

আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়গ কৃপাণ

ভীম রণ-ভূমে রণিবে না—

বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত'......

কবির বিখ্যাত ‘বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বর্ষপূর্তি এই বছর৷ আর সেই উপলক্ষে বিশেষ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷ প্রতি বছর কবির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়৷ তবে এই বছরে আগামী ২৪ ও ২৫ জুন ঢাকায় একটি আন্তর্জাতিক নজরুল সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে৷

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন৷ প্রধানমন্ত্রী বলেছেন, কালজয়ী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, প্রেম, তারুণ্য ও দ্রোহের কবি৷

ঢাকাসহ দেশের চারটি অঞ্চলে কবির স্মৃতি জড়িত স্থানে সরকারি উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ময়মনসিংহের ত্রিশালে এ অনুষ্ঠানমালা উদ্বোধন করার কথা রয়েছে৷

বাংলাদেশ স্বাধীনতার পরে ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবিকে ঢাকায় নিয়ে আসা হয়৷ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক ডক্টর অব লেটার্স (ডিলিট) ডিগ্রি দেয়৷ ১৯৭৬ সালে কবিকে 'একুশে পদক' দেওয়া হয়৷ সে বছরের ২৯ অগাস্ট তৎকালীন পিজি হাসপাতালে প্রয়াত হন মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম৷ জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তরপাশে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ