1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতা দিবস

২৬ মার্চ ২০১২

আজ মহান স্বাধীনতা দিবস৷ দীর্ঘ ন’মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লাখ শহিদের রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় বিজয় - স্বাধীনতা৷

ছবি: National Monument of Savar

আর এই স্বাধীনতা সংগ্রামে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাঁদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম৷ সবাই তাঁকে সি আর দত্ত নামেই চেনেন৷ সিলেট-হবিগঞ্জে চার নম্বর সেক্টরের প্রধান ছিলেন তিনি৷ সেক্টর কমান্ডারস ফোরামেরও অন্যতম নেতা এই বীর মুক্তিযোদ্ধা৷ ৪১ তম স্বাধীনতা দিবসের আগে বলছিলেন সেই সংগ্রামের দিনগুলোর কথা৷

প্রশিক্ষিত সৈন্য ছাড়াই যুদ্ধ করেছেন এই সেক্টর কমান্ডার৷ তারপরও পাক হানাদার বাহিনীকে হারিয়ে বীরপর্পে সামনে এগিয়ে গেছেন৷ কিভাবে সমর্থ হলেন এই অসাধ্য সাধনে? উত্তরে বললেন, মনের ভেতরের শক্তির কারণেই তিনি পেরেছেন৷

পাক বাহিনীর আত্মসমর্পনের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি৷ এসেছে কাঙ্খিত সেই স্বাধীনতা৷ তিনি বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেশটাকে স্বাধীন করেছি৷ আমাদের মধ্যে তো কোন পার্থক্য নেই৷ সবাই আমরা এক দেশের নাগরিক৷

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করা এই সাহসী যোদ্ধা সম্প্রতি স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গ- জীবন যাপন করছেন৷ দেড় বছর আগে তাঁর স্ত্রী এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন৷ স্ত্রীকে ছাড়া জীবন যে কত কষ্টের বলছিলেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ