1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজ মেসির বিয়ে

৩০ জুন ২০১৭

প্রণয়কে পরিণয়ে রূপান্তর করতে মাঠের মতোই পটুতা দেখালেন আর্জেন্টাইন ফুটবল মায়েস্ত্রো লিওনেল মেসি৷ আজ তাঁর বিয়ে৷ বিয়ে কিভাবে হচ্ছে, কারা দাওয়াত পেলেন কিংবা খাবারের মেন্যুতে কী কী থাকছে– এসব নিয়ে আগ্রহের কমতি নেই কারো৷

Schweiz, Lionel Messi mit Antonella Roccuzzo
পাঁচ বছর বয়সে অ্যান্থোনেলা ওকুৎজোর সঙ্গে মেসির পরিচয় হয়েছিলছবি: picture alliance/Sven Simon/F. Hoemann

ফুটবলকে নয়, ফুটবলই যেন তাঁকে ভালোবাসে৷ দাদীর আস্কারাতে বলের পেছনে ছোটাটাই ছিল তাঁর আনন্দ৷ ছুটতে ছুটতে সবাইকেই যেন পেছনে ফেলে যাচ্ছেন৷ এরই মধ্যে কিংবদন্তির তকমা গায়ে লাগানো মেসি এখন বিশ্বের সর্বকালের সেরাদের একজন৷ রেকর্ড পাঁচবার ফিফার বর্ষসেরা ও চার বার ইউরোপ সেরা হয়ে উঠেছেন অনন্য উচ্চতায়৷ ছয়দিন আগে ৩০-এ পা দিয়েই আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে ফেলছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার এই আর্জেন্টাইন স্ট্রাইকার৷

দশ বছর আগে সম্পর্কে জড়ান বন্ধু অ্যান্থোনেলা ওকুৎজোর সঙ্গে৷ তবে একই শহর রোজারিও’র বাসিন্দা অ্যান্থোনেলাকে চিনতেন সেই পাঁচ বছর বয়স থেকে৷ তাঁদের দু'টি পুত্রসন্তানও আছে৷ একজনের নাম থিয়াগো, বয়স পাঁচ৷ আরেকজন ম্যাটিও, তার বয়স দুই৷ মেসির বিয়েতে মধ্যমনি থাকবে এরাই৷

বিয়ে হবে মেসি-অ্যান্থোনেলা জুটির যে শহরে জন্ম, বেড়ে ওঠা, ভালোলাগা, ভালোবাসা– সেই রোজারিওর সিটি সেন্টারে৷ বন্ধুরা বলছেন, এই সিদ্ধান্ত মেসির সরলতা আর শেকড়ের টানের প্রমাণ৷ পরিবার ও বন্ধুদের যারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য আরেকটি অনুষ্ঠান বার্সেলোনাতেও করা হবে৷ তবে অনাহূত কেউ যেন অনুষ্ঠানস্থলে ঢুকে যেতে না পারে, সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে৷ ফ্যানদের অবশ্য হতাশ করবেন না মেসি৷ ভেন্যুর বাইরে বড় স্ক্রিনে সরাসরি দেখা যাবে বিয়ের অনুষ্ঠান৷

প্রশ্ন হলো, বিশ্বের লাখো মানুষের হৃদয় জয় করা মেসির বিয়েতে কারা দাওয়াত পেয়েছেন? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই৷ বিয়ে তো নয়, যেন ফুটবল ও শোবিজ তারকাদের এক মহামিলনমেলা৷ বার্সেলোনার মূল দলের ২১ জনই আছেন দাওয়াতের তালিকায়৷ এর অর্থ নেইমার, লুই সুয়ারেজ, বুস্কেটস-এর মতো তারকারা থাকছেন৷ আসছেন সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও৷ এছাড়া বার্সার পুরো স্টাফ তো আছেই৷

আগের কোচ লুইস এনরিকেকে অবশ্য দাওয়াত দেননি মেসি৷ দাওয়াত পাননি এনরিকের কোচিং স্টাফদের কেউই৷ আরো বিস্ময়কর ব্যাপার, বার্সেলোনা বোর্ডেরও কেউ নেই অতিথির তালিকায়৷ আন্দ্রেস ইনিয়েস্তা আসতে পারবেন না বলে আগেই জানিয়েছেন৷ স্প্যানিশ তারকা জেরার্ড পিকেও বাদ পড়েছেন তাঁর বান্ধবী, বিখ্যাত কলম্বিয়ান পপ স্টার শাকিরার সঙ্গে মেসির হবু বউ অ্যান্থোনেলার ঝগড়ার কারণে৷ তবে শোনা যাচ্ছে, সম্প্রতি নাকি ঝগড়ার অবসান হয়েছে৷ তা যদি সত্য হয়, এই জুটিকেও দেখা যেতে পারে বিয়েতে৷ অতিথির তালিকায় নেই আরেক ফুটবল সেনসেশন পর্তুগিজ তারকা রোনালদোও৷

গত বছর ৬ দশমিক ২ কোটি ইউরো কামাই করা মেসি কোনো উপহার চান না অতিথিদের কাছ থেকে৷ তবে যে কেউ চাইলে লিও মেসি ফাউন্ডেশনে অনুদান দিতে পারেন৷ এই ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে কাজ করে৷

অতিথিদের থালায় কী কী খাবার থাকবে, কয়েক দিন আগে তার তালিকা প্রকাশ করে দিয়েছিল আর্জেন্টিনার একটি টিভি স্টেশন৷ আর্জেন্টিনার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি থাকবে অন্যান্য দেশের মুখরোচক নানা আইটেম৷ সেখানে এমপ্যানাডাস, স্টেক, সুইট ব্রেড ক্যাসেরলের পাশাপাশি থাকবে আলাদা সুশি স্টেশন৷

সব মিলিয়ে এই বিয়েটিই এখন ‘টক অব দ্য কন্টিনেন্ট’৷ গেল এক দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের তালিকাতেও স্থান করে নিয়েছে এটি৷

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে... 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ