1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়াল কালরাত

২৫ মার্চ ২০১২

আজ সেই ভয়াল কালরাত৷ এই রাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞে মেতে ওঠে৷ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়৷ আগুন ধরিয়ে দেয় যত্রতত্র৷

Schwarzes Band - black ribbon
Schwarze Schleifeছবি: BilderBox

বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় এক ভয়াল কালরাত৷ ১৯৭১ সালের এ রাতে বর্বর পাকিস্তানিরা ‘অপারেশন সার্চলাইট' নামে বাঙালি নিধন অভিযান শুরু করে৷ মুক্তিকামী নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর অতর্কিতে হামলা চালিয়ে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ ঘটায় বর্বর পাকিস্তানিরা৷

মধ্যরাতের আগেই ঢাকার ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্কসহ ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর সাঁজোয়া বহর বেরিয়ে পড়ে ঢাকার রাস্তায়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হলসহ বিভিন্ন হল, ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রাবাস, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানায় ইপিআর সদর দফতরে হামলা চালায় হানাদাররা৷

রাজারবাগেই প্রথম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়৷ কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর কাছে তারা টিকতে পারেনি৷ ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আটক হন রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত হাবিলদার আবদুস সামাদ৷ আজও তিনি ভুলতে পারেননি হানাদারদের সেই বর্বতার কথা৷

বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের খবর বিশ্ববাসীর দরবারে পৌঁছানো সহজ ছিল না৷ সে সময় জীবনের ঝুঁকি নিয়ে বিবেকতাড়িত কিছু মানুষ বাঙালির পাশে দাঁড়িয়েছিল৷ সাংবাদিকতা ও কুটনৈতিক তৎপরতায় জাগ্রত করেছিল বিশ্ববিবেক৷ তাদেরই একজন তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার কিন ব্লাড৷ তাঁর অবদানের কথা বলছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি মফিদুল হক৷

এদিকে আজ রবিবার স্বাধীনতা দিবসের পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের এই ইতিহাস বারবার মুছে ফেলার চেষ্টা করা হয়েছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ