1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটকে পড়া পাকিস্তানিরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত

২৩ জুন ২০১১

বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি, মানে যাদের বিহারি বলা হয়, তাদের সংখ্যা এক লাখেরও বেশি৷ রাজধানী ঢাকার বেশ কিছু ক্যাম্পে এদের বাস৷ ২০০৮ সালে প্রথমবারের মতো ভোট দেয়ার অধিকার পেলেও অন্যান্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা৷

এভাবেই দিন কাটছে বিহারিদেরছবি: DW

মুহাম্মদ নাদিম৷ জন্ম - বাংলাদেশ স্বাধীন হওয়ার বছর দুয়েক আগে বাংলাদেশে৷ তবে তার মা-বাবা'র জন্মভূমি ভারতের বিহার রাজ্যে৷ ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির সময় নাদিমের বাবা-মা'র মতো আরও অনেক মুসলমান দাঙ্গার ভয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে চলে আসে৷ পরে একাত্তর সালে যুদ্ধের পর তাদের আর পাকিস্তানে যাওয়া হয়নি৷ সেই থেকে তাদের বাস বাংলাদেশে৷ কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত বিহারিরা৷ নাদিম বলছেন, ‘‘আমরা মুসলমান ছিলাম৷ ভারত ছেড়ে আমরা মুসলিম একটা দেশে এসেছিলাম৷ সেই ভারত এখন আমাদের নেই৷ পাকিস্তানও নেই৷ তাই এই দেশ এখন আমাদের৷ আমরা এই দেশের নাগরিক৷ কিন্তু এখানে আমাদের কোনো অধিকার নেই৷ এখন পর্যন্ত রেডক্রস আমাদের সুযোগ সুবিধা দেখছে৷''

অনেক বিহারি তরুণের কাছে বাংলাদেশ তার দেশছবি: DW

উল্লেখ্য, একাত্তরের যুদ্ধের পরপর রেডক্রসের পক্ষ থেকে আটকে পড়া পাকিস্তানিদের জন্য ক্যাম্প করে দেয়া হয়৷ এবং প্রত্যেকের জন্য রেশনের ব্যবস্থা করা হয়েছিল৷ তবে এখন সেটা আর নেই৷ তাই ক্যাম্পগুলোতে দুর্বিসহ জীবন কাটছে তাদের৷

ইতিমধ্যে সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে৷ এ ব্যাপারে নাদিম বলছিলেন, ‘‘প্রথমত, আমাদের থাকার জন্য একটা জায়গা দরকার যেখানে পরিবার নিয়ে ভালভাবে থাকা যায়৷ এরপর আমরা সরকারের কাছ থেকে কিছু অর্থসাহায্য চাই, যাতে আমরা ব্যবসা শুরু করতে পারি৷ তিন নম্বর হলো, আমরা আমাদের সন্তানদের জন্য কমপক্ষে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্য লেখাপড়া করার সুযোগ চাই৷ আর চার নম্বর, আমাদের জন্য আলাদা কোটা চাই৷''

জানা গেছে, ক্যাম্পগুলোতে বাস করে এমন মাত্র পাঁচ ভাগ মানুষের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা রয়েছে৷ কেননা ২০০০ সাল পর্যন্ত তাদের শিক্ষা গ্রহণের অনুমতি ছিল না৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ