1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটক মৎস্যজীবীদের ছাড়লো ভারত ও বাংলাদেশ

৬ জানুয়ারি ২০২৫

বংলাদেশে আটক ছিলেন ভারতের ৯৫ জন ও ভারতে আটক ছিলেন বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী। তারা মুক্তি পেলেন।

বঙ্গোপসাগরে বাংলাদেশের মাছ ধরার নৌকা।
ভারত ও বাংলাদেশ একে অন্যের মাছ ধরার ট্রলার ও নৌকাও ফেরত দিয়েছে। ছবি: Zobaer Ahmed/DW

রোববার এই মৎস্যজীবীরা মুক্তি পান। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের উপকূলরক্ষীবাহিনী তাদের একে অন্যের হাতে তুলে দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য বিভাগ, বাংলাদেশের বর্ডার গার্ডরাও সেখানে ছিলেন। বংলাদেশের মৎস্যজীবীরা সোমবার চট্টগ্রামে পৌঁছাবেন।

বাংলাদেশের উপকূলরক্ষীবাহিনী ভারতের ছয়টি ট্রলার-সহ ৯৫জন মৎস্যজীবীকে আটক করে। তাদের অভিযোগ, ওই মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন।

অন্যদিকে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার জন্য বাংলাদেশের দুইটি ট্রলার-সহ ৯০ জনকে আটক করে ভারতীয় উপকূলরক্ষীরা।

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার জানিয়েছিলেন, ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয়া হচ্ছে। ট্রলারও ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ