1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটক সাংবাদিককে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া

২২ জুন ২০১৫

বার্লিনের একটি বিমানবন্দরে আল জাজিরার সাংবাদিক আহমেদ মনসুর আটক হবার পর উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া৷ বিস্ময়ের পাশাপাশি তাঁকে মুক্তি দেবার দাবিতেও সরব হয়ে উঠছে অনেকে৷

Demonstration Freiheit für Ahmed Mansour
ছবি: picture-alliance/dpa/P. Zinken

আহমেদ মনসুর নিজেকে নির্দোষ দাবি করে যে ভিডিও পোস্ট করেছেন, তা শেয়ার করেছেন পীযুষ চরখা৷

মিশরে জারি করা সমনের ভিত্তিতে জার্মানি আল জাজিরার এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা বলে মনে করেন পিটার শোয়ারত্সস্টাইন৷

ব্রুকলিন মিডলটন মনে করেন, এটা অত্যন্ত নির্লজ্জ কাজ হয়েছে৷ মিশর ভিত্তিহীনভাবে সাংবাদিকদের কারারুদ্ধ করে চলেছে এবং জার্মানি তার দোসর হয়ে উঠছে৷

কারওয়ানি নিয়াকায়রু জুনিয়র প্রশ্ন তুলেছেন, জার্মানি কেন এক বেআইনি মিশরীয় সরকারের সাজানো প্রমাণের ভিত্তিতে আল জাজিরার সাংবাদিককে গ্রেপ্তার করবে?

জার্মানির এই আচরণের পেছনে ৯০০ কোটি ডলার মূল্যের একটি চুক্তি কাজ করছে বলে অভিযোগ করেছেন ক্রিস ফ্লয়েড৷ এ সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করেছেন তিনি৷

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আল জাজিরার সাংবাদিকের মুক্তির দাবি করেছে – এই খবরটি শেয়ার করেছেন ফেরা স্কট৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ