1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটক সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ইরান

২৯ নভেম্বর ২০২২

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ৪৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে৷ এর মধ্যে আটজন ছাড়া পেয়েছেন৷ বাকি ৩৫ জনের মধ্যে ১৫ জন নারী৷

৩০ বছর বয়সি হামেদি ইরানের সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্র ‘শার্ঘ’-এ কাজ করেন৷ মাহসা আমিনির মৃত্যুর খবর তিনি প্রথম প্রকাশ করেছিলেন৷
নিলুফার হামেদি (বামে) ও এলাহে মোহাম্মদি হচ্ছেন সেই সাংবাদিকদের অংশ যারা প্রথম দিকে মাহসা আমিনির মৃত্যুর খবর প্রচার করেছিলেনছবি: Shargh

এর মধ্যে দুজন হলেন নিলুফার হামেদি ও এলাহে মোহাম্মদি৷

৩০ বছর বয়সি হামেদি ইরানের সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্র ‘শার্ঘ'-এ কাজ করেন৷ মাহসা আমিনির মৃত্যুর খবর তিনি প্রথম প্রকাশ করেছিলেন৷ 

চুল হিজাবে ঠিকভাবে ঢাকা না হওয়ার অভিযোগে আমিনিকে আটক করেছিল ইরানের নীতি পুলিশ৷ এর কদিন পর ১৬ সেপ্টেম্বর তার মৃত্যুর ঘোষণা দেয়া হয়৷ এর আগে আমিনি হাসপাতালে কোমায় ছিলেন৷

আমিনির মৃত্যুর চারদিন পর হামেদিকে আটক করা হয়৷ তখন থেকে তিনি বন্দি আছেন৷ যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি৷

এদিকে ইরানের কুর্দি অঞ্চল সাকেজে অবস্থিত আমিনির বাড়িতে তাকে কবর দেয়ার খবর প্রকাশ করেছিলেন মোহাম্মদি৷ এই খবর প্রকাশের পর বিক্ষোভ শুরু হয়েছিল, যেটা পরবর্তীতে বেড়ে বড় আকার ধারণ করেছিল৷ এই খবর প্রকাশের দুই সপ্তাহ পর মোহাম্মদিকেও আটক করা হয়৷

অক্টোবরের শেষদিকে ইরানের গোয়েন্দা সংস্থা ও রেভুলেশনারি গার্ডের গোয়েন্দা বিভাগ যৌথ এক বিবৃতিতে হামেদি ও মোহাম্মদির সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আনে৷

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে কাজ করা আমেনেহ সাদাত জাবিহপুর বলেন, হামেদি সংযুক্ত আরব আমিরাত, ফিনল্যান্ড, তুরস্ক, সাউথ আফ্রিকায় ‘হাইব্রিড ওয়ারফেয়ারের' উপর প্রশিক্ষণ পেয়েছেন৷ হাইব্রিড ওয়ারফেয়ার হচ্ছে এক ধরনের যুদ্ধকৌশল, যা সাধারণ সামরিক যুদ্ধ, অর্থনৈতিক চাপ, ভুয়া তথ্য ও প্রতারণার একটি সংমিশ্রন৷

জাবিহপুর সাধারণত রাজনৈতিক বন্দিদের সঙ্গে ‘স্বীকারোক্তিমূলক সাক্ষাৎকার' নিয়ে থাকেন৷ ১৬ নভেম্বর তাকেসহ ছয়জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সাধারণ মানুষের উপর নিপীড়ন ও সেন্সরশিপ বাস্তবায়নে ইরান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করেন৷

ইরান সরকারের সমর্থকরা জাবিহপুরের মতো ব্যক্তির পরিবেশন করা ভুল তথ্য সহজে গ্রহণ ও প্রচার করেন৷ 

ইরানের রেভ্যুলুশনারি গার্ডের আর্থিক দাপট

01:32

This browser does not support the video element.

ইরানের ‘কমিটি অফ হিউম্যান রাইটস রিপোর্টার্সের' সদস্য শিভা নজর আহারি ডয়চে ভেলেকে বলেন, ‘‘অনলাইনে যে ভুল অভিযোগ প্রচারিত হয় তা পরবর্তীতে আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷'' আহারিকে বেশ কয়েকবার আটক করা হয়েছে৷ ২০১৭ সাল থেকে স্লোভেনিয়ায় বাস করছেন তিনি৷

তবে সরকারের এসব কর্মকাণ্ড অনেক নারীকে ভয় দেখাতে পারছে না৷ যেমন সাংবাদিকতার ছাত্রী নাজিলা মারুফিয়ান৷ তিনি একজন কুর্দি৷ আমিনি মারা যাওয়ার একমাসেরও বেশি সময় পর ১৯ অক্টোবর তার নেয়া একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ সেখানে তিনি আমিনির বাবার সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন৷ আমিনির বাবা জানান, তার মেয়ের এমন কোনো শারীরিক অসুস্থতা ছিল না যা থেকে মৃত্যু হতে পারে৷ মারুফিয়ান তার রিপোর্টের শিরোনাম দিয়েছিলেন, ‘‘তারা মিথ্যা বলছেন৷''

খবর প্রকাশ হওয়ার কিছুক্ষণ পর টুইটারে ২৩ বছর বয়সি মারুফিয়ান লেখেন, ‘‘আমার নিজেকে মেরে ফেলার কোনো ইচ্ছা নেই৷ আমার কোনো অসুস্থতা নেই৷ আমি এই সাক্ষাৎকার প্রকাশ করতে পেরে খুশি৷''

৩০ অক্টোবর মারুফিয়ানকে আটক করা হয়৷

শবনম ফন হাইন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ