1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আটটি দেশের জন্য শ্রম বাজার খুলে দিল জার্মানি

১ মে ২০১১

পূর্ব ইউরোপের আটটি দেশের জন্য জার্মানি এবং অস্ট্রিয়া তাদের শ্রম বাজার উন্মুক্ত করে দিয়েছে৷ পয়লা মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে৷ তবে শ্রমিকদের মজুরিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা৷

ছবি: DW

যে আটটি দেশের জন্য নতুন এই সুযোগ খুলে দেওয়া হয়েছে তারা হলো, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরি৷ এখন থেকে এসব দেশের শ্রমিকরা জার্মানিতে এসে সহজেই চাকরি-বাকরি খুঁজতে পারবে৷ উল্লেখ্য, এসব দেশ ২০০৪ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য৷ রোববার পয়লা মে শ্রমিক দিবসে এসব দেশ থেকে শ্রমিকদের আসার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলো জার্মান এবং অস্ট্রিয় সরকার৷ উল্লেখ্য, জার্মান বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে অদূর ভবিষ্যতে দক্ষ শ্রমিক সঙ্কটে পড়তে যাচ্ছে জার্মানি৷ তাই সেই সঙ্কট মোকাবিলায় বিদেশ থেকে দক্ষ জনবল আনার চেষ্টা করছে জার্মানি৷

শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে মজুরি কমে যেতে পারেছবি: picture-alliance

তবে পূর্ব ইউরোপের দেশগুলোকে নতুন সুযোগ দেওয়ার ফলে জার্মান শ্রম বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে৷ বিশেষ করে মজুরির ক্ষেত্রে৷ কারণ জার্মানিতে সর্বনিম্ন মজুরি আইন করে বেধে দেওয়া হয়নি৷ ফলে সস্তা মজুরির বিনিময়ে অনেক বিদেশি শ্রমিককে চাকরি দেওয়া হবে, এবং এর ফলে বঞ্চিত হতে পারে জার্মান শ্রমিকরা৷ জার্মানির বাম দলের সংসদীয় দলের নেতা গ্রেগর গিজি এই বিষয়টি নিয়ে জার্মান সরকারকে সতর্ক করেছেন৷ সস্তা বিদেশি শ্রমিক আমদানির ফলে শ্রমিকরা তাঁদের নায্য মজুরি থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন তিনি৷ এবং এই ধরণের পরিস্থিতি জার্মানিতে উগ্র জাতীয়তাবাদীদের উত্থান ঘটাতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন জার্মান রাজনীতিবিদ গ্রেগর গিজি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ