1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আঠারোর ইডিয়েট হয়ে ঠিক করিনি’- আমির খান

২৪ ফেব্রুয়ারি ২০১১

বলিউডি জগত তাঁকে জানে মি. পারফেকশনিস্ট হিসেবে৷ তিনি হলেন এক এবং অদ্বিতীয় আমির খান৷ তো, নিজের সাম্প্রতিক হিট ছবি, দারুণ ছবি ‘থ্রি ইডিয়টস’- এ অভিনয়ের জন্য খেদ প্রকাশ করলেন তিনি৷

‘থ্রি ইডিয়টস’ - এর একটি দৃশ্যে আমির খানছবি: AP

‘থ্রি ইডিয়টস'- এ ছবি হচ্ছে সেই তিন বন্ধুর কাহিনী, যারা শিক্ষা অঙ্গনে বিপ্লব ঘটিয়ে দিয়েছিল৷ বিশেষ করে রণছোড়দাস চাঁচড় বা ব়্যাঞ্চোর ভূমিকায় সেরা ইডিয়েট আমির খানের নেতৃত্বে৷ এ ছবিতে আমির খানকে একজন ১৮ বছরের এঞ্জিনিয়ারিং ছাত্রের ভূমিকায় দেখা গেছে৷ এবং এখানেই আমিরের ঘোর আপত্তি৷ কারণ, আসল বয়স তাঁর চল্লিশের অনেকটা ওপরে৷

‘চল্লিশের অনেক বেশি বয়স হয়ে যাওয়ার পর এরকম ১৮ বছরের ছাত্র সেজে মোটেই ভালো কাজ করিনি আমি৷' সম্প্রতি দিল্লীতে এক বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে এসে সেকথাই বললেন আমির খান৷ বার্লিন চলচ্চিত্র উৎসব বা বার্লিনালেতে জুরির দায়িত্ব পালন করে সোজা দিল্লীতে উড়ে এসেই সেই বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির খান৷ সেখানেই বললেন, আসলে ‘থ্রি ইডিয়টস' ছবিটাতে আমি অভিনয় করেছি একটাই কারণে৷ আর কারণটা হল, এ ছবি শিক্ষাদীক্ষাকে ঘিরে ছবি৷ তাই আমার মনে হয়েছিল, কাজটা করা উচিত৷

উচিত তো বটেই৷ সেটাই করেছেন আমির খান৷ তাঁর নিজের নির্দেশনায় ‘তারে জমিন পর' ছবিতে অভিনয় করার পর থেকে আমির শিক্ষাকে ঘিরে কাজ করতে উৎসাহ বোধ করছেন৷ স্বীকার করেছেন সেকথা৷ তারপর থেকে সেই সিরিজেরই আরেকটি ছবি ছিল ওই ‘থ্রি ইডিয়টস'৷

তবে চল্লিশের অনেকটা ওপরে চলে গিয়েও ১৮-র ছাত্র সাজাটা যে বেশ বিড়ম্বনার, সেকথাও মেনে নিয়েছেন বলিউডের মি. পারফেকশনিস্ট৷ মেনে নিয়েই তাঁর জবাব, ‘ভবিষ্যতে এমনটা আর হয়তো করব না৷'

তবু ভালো৷ আমির খানের বোধোদয় হয়েছে৷ কিন্তু, দর্শকরা এসব প্রশ্ন আদৌ তোলেন নি৷ তাঁরা চান ভালো ছবি দেখতে৷ আর কে না জানে যে আমির খান সব সময়েই ভালো ছবিতেই অভিনয় করেন! তবে, ওই যে বলিউড আমিরকে জানে পারফেকশনিস্ট হিসেবে৷ সুতরাং, যাকিছু পারফেক্ট নয়, সেটা আমির করেন কী করে? অতএব এই নয়া সিদ্ধান্ত আর নয়া স্বীকারোক্তি৷ ঘটনা হল, সেটা একটু দেরি করে এল, এই যা!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ