1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলা

১৯ ফেব্রুয়ারি ২০১২

এ টি এম গোলাম মাহবুব পেশায় চাকুরিজীবী৷ তবে দীর্ঘদিন ধরে তিনি লেখালেখির সঙ্গে জড়িত৷ ১৯৯২ এবং ১৯৯৪ সালে তার লেখা দুটি উপন্যাস প্রকাশিত হয়েছিল৷ সেই ছিল যাত্রার শুরু৷

Kinder in DW Zentrum in Ekushey Buchmesse, Dhaka, Bangladesch Datum: 15.02.2012 Eigentumsrecht: Shakil Ahmed, Dhaka, Bangladesch
একুশে বইমেলায় ডিডাব্লিউ স্টলে শিশুরাছবি: Shakil Ahmed

তবে দীর্ঘ আঠার বছর পর আবার তিনি লিখেছেন আরেকটি উপন্যাস৷ এবারের বইমেলায় তা পাওয়া যাচ্ছে৷ আঠার বছর পর কোন ধরণের বই লিখেছেন? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘বইটি প্রকাশ করেছে ব্লগার্স ফোরাম৷ বইটির নাম ‘অন্তর গৃহ'৷ বইটি মূলত একটি সামাজিক বিশ্লেষণধর্মী বই৷''

লেখক এটিএম গোলাম মাহবুব (সর্বডানে)ছবি: Shakil Ahmed

এর আগেও গোলাম মাহবুবের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে৷ সেই বইগুলো প্রসঙ্গে তিনি জানান, যে তার প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৯২ সালে৷ দ্বিতীয় বইটি প্রকাশিত হয় ১৯৯৪ সালে৷ দুটোই উপন্যাস এবং দুটি উপন্যাসেই বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে৷ বিশেষ করে দেশে সামাজিক যে অস্থিরতা বিরাজ করছে তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে সেই উপন্যাস দুটি৷ এবং পাঠকরা বই দুটো গ্রহণ করেছে সাদরে৷ সেই অনুপ্রেরণাতেই আবারো দীর্ঘদিন পর লেখা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ