1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি সফরে ওবামা

Sanjiv Burman১৯ জুন ২০১৩

বারাক ওবামা এখন জার্মানিতে৷ সফরটা ছোট হলেও বড় একটি কাজ শুরুর প্রত্যয় জানাতে পারেন তিনি৷ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বার্লিনের ভাষণে রাশিয়ার সঙ্গে আণবিক অস্ত্র আরো কমানোর পরিকল্পনা প্রকাশ করবেন ওবামা৷

ছবি: Reuters

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এই প্রথম এলেন বার্লিন সফরে৷ বুধবার, প্রথমবারের মতো ব্রান্ডেনবুর্গ গেটে ভাষণ দেবেন তিনি৷ সেখানেই ‘শীতল যুদ্ধের' সময় থেকে রাশিয়ার সঙ্গে চলে আসা আনবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করা পরিকল্পনা আছে তাঁর৷

দু'বছর আগে দু'দেশের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছিল৷ ওয়াশিংটনে তখন ওবামা আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন৷ ‘নতুন সূচনা' হিসেবে খ্যাত সেই চুক্তি বাস্তবায়নের পথেই পা বাড়ানোর অঙ্গীকার করতে পারেন ওবামা৷ অবশ্য রাশিয়া তাতে সম্মত হবে কিনা, তা এখনি বলা যাচ্ছে না৷ গত সোমবার উত্তর আয়ারল্যান্ডে পুটিনের সঙ্গে বৈঠক হয়েছে ওবামার৷ সেই বৈঠকের বিস্তারিত না জানা গেলেও, মনে রাখা দরকার পুটিন এর আগেই বলে রেখেছেন, আনবিক নিরস্ত্রীকরণ শুরু করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ