1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মঘাতী হামলা ‘হারাম’

১৭ জানুয়ারি ২০১৮

পাকিস্তানের বিভিন্ন গোষ্ঠীর ১,৮০০-র বেশি ইসলাম ধর্মীয় নেতা আত্মঘাতী হামলা চালানোকে হারাম বলে ফতোয়া দিয়েছেন৷ মঙ্গলবার সরকার কর্তৃক প্রকাশিত এক বইয়ে এই ফতোয়া অন্তর্ভুক্ত করা হয়েছে৷

ছবি: picture-alliance/Anadolu Agency/M. Chando

‘‘একটি আধুনিক ইসলামি সমাজের স্থিতিশীলতার শক্ত ভিত্তি তৈরি করে দিচ্ছে এই ফতোয়া,’’ বইতে লিখেছেন দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসেইন৷ ‘‘ইসলামের সোনালি নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে একটি জাতীয় ঐকমত্য গড়ে তুলতে এই ফতোয়া থেকে নির্দেশনা পাওয়া যেতে পারে,’’ বলে মনে করেন তিনি৷

সরকার পরিচালিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বইটি প্রকাশের দায়িত্বে ছিল৷ মঙ্গলবার এক অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়৷

দেশে ও দেশের বাইরে থাকা পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর সমালোচকদের অভিযোগ, তারা রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্যে মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক রাখে৷ মসজিদকে ব্যবহার করে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে সরকার অনেকদিন কোনো ব্যবস্থা নেয়নি বলেও সমালোচকদের অভিযোগ৷

পশ্চিমা বিশ্ব ও উদারনীতি ব্যবস্থার সমালোচক প্রখ্যাত কয়েকজন ধর্মীয় নেতা এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন৷ এছাড়া বিচ্ছিন্নতাবাদ ও আফগান তালিবানের সমর্থকরাও আছেন স্বাক্ষরদাতাদের তালিকায়৷

যেমন নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ বা এএসডাব্লিউজে-র শীর্ষ নেতা মুহাম্মদ আহমেদ লুধিয়ানভি এই ফতোয়ায় স্বাক্ষর করেছেন৷ ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে সম্ভাব্য জড়িতদের তালিকায়ও তার নাম আছে৷

এছাড়া হামিদ-উল-হক নামক এক স্বাক্ষরদাতা আফগান তালিবানের জনক বলে পরিচিত এক নেতার ছেলে৷

মধ্যপ্রাচ্যে আত্মঘাতী হামলার বিরুদ্ধে আগে ফতোয়া দেয়া হয়েছে৷ তবে তা খুব বেশি কার্যকর হয়নি৷ কারণ, সেখানে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-সহ অন্যান্য গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা করে থাকে৷

ইসলামের ব্রেলভি মতবাদে (তারা তালেবান বিরোধী) বিশ্বাসী কয়েকজন ধর্মীয় নেতা এর আগে আত্মঘাতী হামলার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন৷ তবে পাকিস্তানে এবার যে ফতোয়া দেয়া হলো তাতে দেশটির প্রায় সব গোষ্ঠীর নেতারা স্বাক্ষর করেছেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

২০১৬ সালের আগস্টের এই ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ