1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যার পক্ষে জার্মান আদালত

২৬ ফেব্রুয়ারি ২০২০

জার্মানির সর্বোচ্চ আদালত একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার পক্ষে রায় দিয়েছে৷ বুধবার দেয়া এই রায়ে আদালত বলেছে, ‘নিজের মৃত্যুর বিষয় ঠিক করার অধিকার' মানুষের রয়েছে৷

Symbolbild | Sterbehilfe
ছবি: picture-alliance/dpa/O. Berg

২০১৫ সালে জার্মান সংসদে পাস হওয়া এক আইনে এ ধরনের আত্মহত্যা নিষিদ্ধ করা হয়েছিল৷ পরে মুমূর্ষু রোগী, চিকিৎসক ও আত্মহত্যায় সহায়তা করা বিভিন্ন সংস্থা এই আইনের বিরুদ্ধে মামলা করে৷

জার্মানির সর্বোচ্চ আদালত ‘ফেডারেল কন্সটিটিউশনাল কোর্ট'-এর দেয়া রায়ের আরেক অংশ সবাইকে অবাক করেছে৷ আদালত বলেছে, একজন পেশাজীবীর সহায়তা নিয়ে আত্মহত্যার অনুমতি শুধু মুমূর্ষু রোগীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা৷ ‘‘জীবনের যে কোনো পর্যায়ে মৃত্যু নিয়ে সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা একজন ব্যক্তির রয়েছে,'' বলে মন্তব্য করেছে আদালত৷

জার্মান সরকার বলছে, তারা সর্বোচ্চ আদালতের রায় ‘খুব ভালোভাবে' পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় ঠিক করবে৷

এদিকে, গির্জার প্রতিনিধিরা এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন৷ জার্মান বিশপস কনফারেন্স ও এভানজেলিক্যাল চার্চ এক যৌথ বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই রায়ের কারণে বয়স্ক ও অসুস্থ মানুষরা সহায়তা নিয়ে আত্মহত্যার সেবা নিতে ‘অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ' অনুভব করতে পারেন৷

সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে সহায়তা নিয়ে আত্মহত্যা বৈধ৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ