1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যা

২০ আগস্ট ২০১২

হলিউডের জনপ্রিয় নায়ক টম ক্রুজের আজকের অবস্থানে আসার পেছনে যে ছবির অবদান ছিল তার নাম ‘টপ গান’৷ ১৯৮৬ সালের অন্যতম হিট এই ছবিটি পরিচালনা করেছিলেন ব্রিটিশ পরিচালক টোনি স্কট৷

ছবি: dapd

রবিবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার একটি সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন স্কট৷ তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর৷ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী স্কটকে লাফিয়ে পড়তে দেখেছেন৷

এর চার ঘণ্টা পর লস অ্যাঞ্জেলসের পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা স্কটের মরদেহ নদী থেকে ঊদ্ধার করে৷ এজন্য সোনার যন্ত্রের সহায়তা নেয়া হয়৷

সেতুর উপর দাঁড় করিয়ে রাখা স্কটের গাড়িতে একটি চিরকুট পাওয়া গেছে৷ তাতে আত্মহত্যার কারণ লেখা ছিল বলে ধারণা করা হচ্ছে৷ তবে পুলিশ ঐ চিরকুটে কী লেখা ছিল, সেটা প্রকাশ করেনি৷

অ্যাকশনধর্মী ‘টপ গান' ছবিটি ছিল এলিট নৌ-বাহিনীর পাইলটদের নিয়ে৷ মুক্তি পাওয়ার বছরে ছবিটি ১৭৬ মিলিয়ন ডলার আয় করেছিল৷

‘টপ গান' ছাড়াও স্কটের অন্যান্য হিট ছবির মধ্যে রয়েছে ‘এনিমি অফ দ্য স্টেট', ‘বেভারলি হিলস কম টু', ‘স্পাই গেম', ‘আনস্টপেবল' এবং ‘ক্রিমসন টাইড'- যেটা ডুবোজাহাজের একটি থ্রিলার৷ এই ছবিতে জেনে হ্যাকম্যান ও ডেনজেল ওয়াশিংটন৷

স্কটকে ছবির জগতে নিয়ে আসেন তাঁর ভাই চলচ্চিত্র পরিচালক রিডলে স্কট৷ ছবি তৈরি শুরুর আগে স্কট তাঁর ভাইয়ের কোম্পানির হয়ে টেলিভিশনের জন্য অনেক বিজ্ঞাপন তৈরি করেছিলেন৷

জেডএইচ / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ