বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে দানা বাঁধল বিতর্ক। সুশান্তের মামার দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। বলিউডের তারকা আত্মহত্যা করেননি।
বিজ্ঞাপন
মুম্বই পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, সম্ভবত আত্মহত্যা করেছেন বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুত। কিন্তু পাটনায় সুশান্তের পরিবার তা মানতে নারাজ। সুশান্তের মামা পাটনায় জানিয়েছেন, ''আমরা মনে করি না, সুশান্ত আত্মহত্যা করেছে। পুলিশ ভালো করে তদন্ত করে দেখুক। আমাদের মনে হচ্ছে, তাঁর মৃত্যু ঘিরে একটা চক্রান্ত হয়েছে।''
সুশান্তের পরিবারের মতোই এক সুরে কথা বলেছেন বিহারের প্রাক্তন বাহুবলী সাংসদ ও জন অধিকার পার্টির নেতা পাপ্পু যাদব। তিনি পাটনায় সুশান্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তিনিও বলেছেন, ''আমি সিবিআই তদন্ত দাবি করছি। সুশান্ত আত্মহত্যা করতে পারে না। তাঁকে খুন করা হয়েছে।''
তবে পোস্ট মর্টেম রিপোর্ট বলছে, গলায় দড়ি দিয়ে ঝোলার ফলে সুশান্তের মৃত্যু হয়েছে। মরদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা করে দেখা হবে, তাঁর শরীরে বিষক্রিয়ার কোনও প্রভাব আছে কি না। তিন সদস্যের ফরেনসিক দল সুশান্তের মুম্বইয়ের বাড়িতেও গিয়েছে। ফলে পুলিশ সব দিক থেকে তদন্ত করে মৃত্যুর কারণ সম্পর্কে নিঃসন্দেহ হতে চায়।
হিন্দি সংবাদপত্র অমর উজালা জানাচ্ছে, সুশান্তের বাঙালি বান্ধবী রিয়া চক্রবর্তীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। সুশান্ত ও রিয়া কেউই প্রকাশ্যে কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে সামাজিক মাধ্যমে দু'জনের একসঙ্গে ছবি পোস্ট করেছেন।
সুশান্তের বোন আবার পুলিশকে জানিয়েছেন, তাঁর ভাই কিছুদিন হলো মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তিনি যে এই চরম পদক্ষেপ গ্রহণ করবেন, তা তিনি একবারের জন্যও ভাবতে পারেননি।
সুশান্ত সিং রাজপুত: জানা-অজানা কিছু কথা
১৪ জুন নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে সুশান্ত সিং রাজপুতকে। ধারণা করা হচ্ছে, হয়ত আত্মহত্যা করেছেন মাত্র ৩৪ বছর বয়সি এই বলিউড অভিনেতা৷ তার সম্পর্কে অনেক তথ্য থাকছে এই ছবিঘরে।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
জন্ম
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায় জন্ম। পাঁচ ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট তিনি। বাকি চারজন বোন।
ছবি: picture-alliance/Everett Collection
পড়ালেখা
দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই থিয়েটারে আগ্রহ হয়। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বিদায় জানান। শুরু করেন নাচ শেখা।
ছবি: picture-alliance/Collection Christophel/Foy Star Studios
ছোট পর্দায় অভিষেক
২০০৮ সালে একতা কাপুরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক তার। সেখানে চরিত্রটি ছোট হলেও একতা কাপুরের পরের সিরিয়াল ‘পবিত্র রিশতা’য় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান এবং সিরিয়াল ও তার চরিত্র দু’টোই বেশ জনপ্রিয়তা পায়।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
বড় পর্দায় অভিষেক
২০১৩ সালে ‘কাই পো ছে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুশান্তের। ঐ বছর আরও একটি চলচ্চিত্র মুক্তি পায়, ছবিটির নাম ‘শুদ্ধ দেশি রোমান্স’।
ছবি: AFP/Getty Images
সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র
‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘পিকে’র পর ২০১৬ সালে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় দুর্দান্ত অভিনয় তাঁকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। প্রথমবারের মতো ফিল্মফেয়ার সেরা অভিনেতার মনোনয়ন দিয়েছিল তাঁকে।
ছবি: Imago/Zuma
শেষ ছবি
বড় পর্দায় তার অভিনীত মুক্তিপাওয়া শেষ ছবি ‘ছিছোড়ে’ বেশ সফল। কেবল ভারত থেকেই এটি ১০০ কোটি রূপি আয় করেছে। তবে এর আগে তিনটি ছবি ‘রাবতা’, ‘সোনচিড়িয়া’ ও ‘ড্রাইভ’ ফ্লপ ছিল।তবে ‘কেদারনাথ’ অবশ্য ব্যবসাসফল ছিল।
ছবি: AFP/Getty Images
প্রেম
সুশান্তের সঙ্গে সবচেয়ে আলোচিত প্রেম পবিত্র রিশতায় তার ‘স্ত্রী’র ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। কিন্তু পাঁচ বছর ‘লিভ ইন’ করার পর বিচ্ছেদ হয় তাদের। এই জুটির বিয়ে নিয়েও গুজব রয়েছে। এরপর কিছুদিন কৃতি শ্যানন ও সারা আলী খানের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। সবশেষ অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা শোনা গিয়েছে।
ছবি: Getty Images/AFP/S. Jaiswal
মায়ের মৃত্যু
২০০২ সালে মায়ের মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন। অবসাদ হলেই মাকে স্মরণ করতেন বোঝা যায় তার ইনস্টাগ্রাম পোস্টগুলো দেখে।
ছবি: AFP/Getty Images
আত্মহত্যা
১০ জুন সুশান্তের পিআর ম্যানেজার দিশা সাইলানি ১৪ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। অবসাদগ্রস্থ সুশান্ত এ থেকে হয়ত আরো ভেঙে পড়েছিলেন। ১৪ জুন তার লাশ পাওয়া যায় বান্দ্রার বাসায় ঝুলন্ত অবস্থায়। ছিল না কোনো সুইসাইড নোট।
ছবি: vkara - Fotolia.com
9 ছবি1 | 9
প্রযোজক মহেশ ভাটও বলেছেন, তিনি যখন সড়ক ২ এর জন্য সুশান্তের সঙ্গে কথা বলেছিলেন, তখন তাঁকে খুব অশান্ত লেগেছিল। তিনি বলেছেন, ''সুশান্ত প্রথমে আশিকি ২ করার জন্য উৎসাহিত ছিলেন। কিন্তু সে ব্যাপারে আলোচনা ফলপ্রসূ হয়নি। পরে সড়ক ২ নিয়ে প্রচুর কথা হয়েছে। সুশান্ত আমার অফিসে এসেছে। কথা হয়েছে। কিন্তু তখনই মনে হয়েছে, ও খুব অশান্ত। কোনও কিছুর জন্য চিন্তিত।''
বলিউডের হেয়ার ড্রেসার স্বপ্না ভাবনানিও বলেছেন, এটা সকলেই জানতেন, ''সুশান্ত কয়েক বছর ধরে খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কিন্তু বলিউডের কেউ তাঁর পাশে এসে দাঁড়াননি।''
তাঁরা মনে করছেন, মানসিক অবসাদের জন্য সুশান্ত আত্মহত্যাকরেছেন।
কিন্তু কেন এই অস্থিরতা? এটা কি ব্যক্তিগত সম্পর্ক ভাঙাগড়ার জন্য? না কি, কয়েকটা সিনেমা বক্স অফিসে সফল হয়নি বলে অথবা অন্য কোনও কারণে? সেটা অবশ্য কেউ খোলসা করছেন না।