1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

আদনান সাঈদের যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বহাল

২৯ মার্চ ২০২৩

বান্ধবীকে হত্যার দায়ে ২০ বছরের বেশি সময় জেল খাটার পর গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিলেন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি অভিবাসী পরিবারের সন্তান আদনান সাঈদ৷

আদনান সাঈদ
আদনান সাঈদছবি: Barbara Haddock Taylor/The Baltimore Sun via AP

কিন্তু তার বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় মঙ্গলবার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন এক আপিল আদালত৷

১৮ বছর বয়সি বান্ধবী হ্যা মিন লিকে হত্যায় জেল খাটেন সাঈদ৷ লি ও সাঈদ একই স্কুলে পড়তেন৷ দক্ষিণ কোরিয়ার অভিবাসী পরিবারের সন্তান ছিলেন লি৷ ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে লি এর মরদেহ উদ্ধার করা হয়৷ তাকে হত্যার দায়ে ২০০০ সাল থেকে জেল খাটেন সাঈদ৷

সাঈদের মামলা নিয়ে ‘সিরিয়াল' নামে ১২ পর্বের একটি পডকাস্ট প্রচারিত হওয়ার পর সাঈদের বিষয়টি বিশ্বব্যাপী আলোচিত হয়৷ পডকাস্ট নির্মাতা মার্কিন সাংবাদিক সাঈদ সত্যিই অপরাধী কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন৷

এছাড়া এইচবিও চ্যানেলেও ‘দ্য কেস অ্যাগেনস্ট আদনান সাঈদ' নামে চার পর্বের একটি তথ্যচিত্র প্রচারিত হয়েছে৷

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের স্টেট অ্যাটর্নির কার্যালয় প্রায় একবছর সাঈদের মামলা পুনর্নিরীক্ষণ করে৷ সেই সময় তারা আরও দুজন সন্দেহভাজন খুঁজে পান৷ সেই সঙ্গে ডিএনএ টেস্টের ফলাফল বিবেচনায় নিয়ে সাঈদ প্রকৃত দোষী কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন৷

এরপর মেরিল্যান্ড রাজ্যের সবচেয়ে জনবহুল শহর বাল্টিমোরের সিটি সার্কিট আদালতের বিচারক মেলিসা ফিন গত সেপ্টেম্বরে সাঈদকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছিলেন৷

কিন্তু সেই আদেশ দেয়ার আগে অনুষ্ঠিত শুনানিতে লি এর ভাই ইয়ং লিকে অংশ নেয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি, এই প্রশ্ন তুলে মঙ্গলবার মেরিল্যান্ডের আপিল আদালত সাঈদের বিরুদ্ধে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় পুনর্বহালের নির্দেশ দেন৷

এছাড়া সাঈদকে মুক্তি দেয়ার শুনানিতে অংশ নেয়ার জন্য ইয়ং লিকে পর্যাপ্ত সময় দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে৷

এসব সিদ্ধান্তের বিষয়ে উত্তর জানাতে দুই পক্ষকেই ৬০ দিন সময় দিয়েছেন মেরিল্যান্ডের আপিল আদালত৷ অর্থাৎ সাঈদকে এখনই আবার কারাগারে যেতে হচ্ছে না৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ