1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আদমশুমারির তথ্য মোটামুটি ঠিকই আছে: বিশেষজ্ঞ

১৯ জুলাই ২০১১

বাংলাদেশের পঞ্চম আদমশুমারি ও গৃহগণনার প্রাথমিক ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে৷ সেখানে দেশের বর্তমান জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার বলা হয়েছে৷

ছবি: Mustafiz Mamun

যদিও অনেকদিন থেকেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অন্যান্য সূত্রগুলো বলছিল এই সংখ্যা ১৬ কোটি ছাড়িয়ে গেছে৷ তাই সরকারের এই সাম্প্রতিক তথ্যকে অনেকে প্রশ্নবিদ্ধ করছেন৷

তাঁরা বলছেন গণন পদ্ধতিতে ত্রুটি থাকতে পারে৷ তবে এঁদের দলে নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো: আমিনুল হক৷ উচ্চশিক্ষা নিতে তিনি এখন রয়েছেন জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ে৷

তিনি বলছেন, আগের আদমশুমারির ফল অনুযায়ী নতুন সংখ্যা ঠিকই আছে৷ কেননা আগের শুমারিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.৫৮৷ কিন্তু জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা ১৬ কোটির যে সংখ্যা বলছিল সেটা সত্য হতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার হতে হবে দুই এর উপরে৷ যেটা সম্ভব নয়৷ বর্তমানে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৪৷ ফলে সরকারের তথ্য মোটামুটি ঠিকই আছে৷

আমিনুল বলছেন, হয়তো ফলাফলে কিছু ভুলত্রুটি থাকতে পারে, যেটা সব দেশের ক্ষেত্রেই হতে পারে৷

এদিকে এবারের আদমশুমারিতে দেখা গেছে পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান৷ আমিনুল বলছেন, এটা একটা ভাল খবর৷ তিনি বলছেন, এর মানে হলো বাংলাদেশে নারী স্বাস্থ্যের দিকে নজর দেয়া হচ্ছে৷ বিশ্বের উন্নত দেশগুলোতে নারী-পুরুষের সংখ্যা সমান থাকে৷ ব্যতিক্রম ছিল উপমহাদেশে৷ এবারের তথ্যে মনে হচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে, মন্তব্য আমিনুলের৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন, একটা দেশের ভবিষ্যৎ পরিকল্পনা করতে আদমশুমারির তথ্য অনেক কাজে লাগে৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ