1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যালিফোর্নিয়ায় ‘আদম-হাওয়া'

২ আগস্ট ২০১৮

জার্মান চিত্রকলায় রেনেসাঁ যুগের শিল্পী ‘লুকাস ক্রানাচ দ্য এল্ডার'-এর দুই মাস্টারিপস ‘আদম' ও ‘হাওয়া'র (ইভ) মালিকানা পেয়েছে যুক্তরাষ্ট্রের একটি জাদুঘর৷

Lucas Cranach the Elder (1472–1553) Adam and Eve
ছবি: Gemeinfrei

দ্বিতীয় বিশ্বযুদ্বের সময় এই চিত্রকর্মগুলো নামমাত্র মূল্যে কিনে নিয়েছিলেন একজন নাৎসি সেনা কর্মকর্তা৷ যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট সোমবার চিত্রকর্মগুলোর মালিকানার বিষয়ে ক্যালিফোর্নিয়ার নর্টন সিমন জাদুঘরের পক্ষে রায় দেয়৷

আদালতের নথি অনুযায়ী, শিল্পীর চোখে আদম ও হাওয়ার প্রতিরূপের এই তৈলচিত্র ছিল ইহুদি চিত্রকর্ম ব্যবসায়ী জাক গোডস্টিকারের কাছে৷ ১৯৪০ সালে তিনি নেদারল্যান্ডস থেকে পালানোর পর চিত্রকর্মগুলো প্রকৃত দামের চেয়ে অনেক কম দামে কিনে নেন নাৎসি মার্শাল হেরমান গ্যোরিং৷

পরে ডাচ সরকার চিত্রকর্মগুলো বিক্রি করে দেয়৷ অভিজাত রুশ পরিবার ছেড়ে যাওয়া এক সময়ের মার্কিন নৌ-কমান্ডার জর্জ স্ট্রগ্যানোফ-শেরব্যাটোফ সেগুলো কিনে নেন৷ পরে ১৯৭১ সালে তিনি চিত্রকর্মগুলো নর্টন সিমন জাদুঘরের কাছে বিক্রি করে দেন৷ তখন থেকে এগুলো সেখানেই প্রদির্শত হচ্ছে

গোডস্টিকারের পুত্রবধূ মারেই ফন সাহের এগুলোর মালিকানা দাবি করে আদালতে মামলা করেন৷ ১১ বছর ধরে চলা এই মামলায় আপিল আদালতের রায়ে হারের পর তাঁর আইনজীবী লরেন্স কায়ে বলেছেন, এই রায়ে তিনি ‘হতাশ' এবং মক্কেলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷

অপরদিকে এক বিবৃতিতে সন্তোষ জানিয়ে জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, আদালতের এই রায়ে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তাঁরা আশা করছেন৷

এএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ