জার্মান চিত্রকলায় রেনেসাঁ যুগের শিল্পী ‘লুকাস ক্রানাচ দ্য এল্ডার'-এর দুই মাস্টারিপস ‘আদম' ও ‘হাওয়া'র (ইভ) মালিকানা পেয়েছে যুক্তরাষ্ট্রের একটি জাদুঘর৷
বিজ্ঞাপন
দ্বিতীয় বিশ্বযুদ্বের সময় এই চিত্রকর্মগুলো নামমাত্র মূল্যে কিনে নিয়েছিলেন একজন নাৎসি সেনা কর্মকর্তা৷ যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট সোমবার চিত্রকর্মগুলোর মালিকানার বিষয়ে ক্যালিফোর্নিয়ার নর্টন সিমন জাদুঘরের পক্ষে রায় দেয়৷
আদালতের নথি অনুযায়ী, শিল্পীর চোখে আদম ও হাওয়ার প্রতিরূপের এই তৈলচিত্র ছিল ইহুদি চিত্রকর্ম ব্যবসায়ী জাক গোডস্টিকারের কাছে৷ ১৯৪০ সালে তিনি নেদারল্যান্ডস থেকে পালানোর পর চিত্রকর্মগুলো প্রকৃত দামের চেয়ে অনেক কম দামে কিনে নেন নাৎসি মার্শাল হেরমান গ্যোরিং৷
বিখ্যাতরা ছোটবেলায় যেমন আঁকতেন
আজ তাঁরা বিখ্যাত৷ কিন্তু ছোটবেলায় কেমন আঁকতেন তাঁরা? তাঁদের সেসময়কার কাজেকর্মে কি বোঝা গিয়েছিল যে, তাঁদের ভবিষ্যত উজ্জ্বল৷ ছবিঘরে এই বিষয়টাই জানার চেষ্টা করা হয়েছে৷
ছবি: Courtesy: Jonathan Meese . Com.m Copyright VG Bild-Kunst, Bonn
ইয়োনাথান মেসে
ছয় বছর বয়সে এই ছবিটি এঁকেছিলেন জার্মান শিল্পী ইয়োনাথান মেসে৷ এখন তাঁর বয়স ৪৪৷ শিশু অবস্থায় যিনি ললিপপ আর লণ্ঠনের ছবি এঁকেছিলেন, তিনি পরবর্তীতে বিতর্কের জন্ম দেন৷ মেসের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁর শিল্পকর্মে নাৎসি প্রতীকের উপস্থিতি ছিল৷ এজন্য তাঁকে আদালতেরও মুখোমুখি হতে হয়৷ অবশ্য পরে সেটা খারিজ হয়ে যায়৷
ছবি: Courtesy: Jonathan Meese . Com.m Copyright VG Bild-Kunst, Bonn
কাটিয়া স্ট্রুনৎস
জার্মানির কাটিয়া স্ট্রুনৎস ১২ বছর বয়সে আঁকা এই ছবিতে জঙ্গলের চিত্র তুলে ধরেছেন৷ একপাশে হাতির পিঠে টারজান আর অন্যপাশে বাঘকে দেখা যাচ্ছে৷ এর মধ্যে গাছগুলোতে তিনি বেশ রংয়ের ব্যবহার করেছেন৷ অবশ্য স্ট্রুনৎসের এখনকার তৈরি ভাস্কর্যগুলোতে রংয়ের ব্যবহার কমে এসেছে৷
ছবি: Courtesy Katja Strunz
টাল আর
যুদ্ধের সময় জন্ম নেয়ার কারণেই হয়ত শিল্পী টাল আর-এর ছোটবেলায় আঁকা এই ছবিতে সশস্ত্র মানুষ, ট্যাংক আর যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা যাচ্ছে৷ বর্তমানে তিনি জার্মানির একটি আর্ট অ্যাকাডেমিতে শিক্ষক হিসেবে কাজ করছেন৷
ছবি: Courtesy: TAL R / Copyright Paradis
আক্সেল গাইস
বর্তমানে জার্মানির অন্যতম নামকরা শিল্পী আক্সেল গাইস৷ মাত্র ছয় বছর বয়সে আঁকা তাঁর এই ছবিটি ভালো করে দেখুন৷ কুকুরের চুল কাটছেন একজন নাপিত৷ আর ওদিকে আয়নায় কুকুরের মুখটা দেখা যাচ্ছে৷ মনে আছেতো, ছবিটা কিন্তু এঁকেছেন ছয় বছরের একটা ছেলে!
ছবি: Courtesy Axel Geis
উভে হেনেকেন
ছবিটি যখন এঁকেছিলেন তখন উভে হেনেকেনের বয়স আট৷ তিনি হতে চেয়েছিলেন নৃতত্ববিদ৷ কিন্তু খেয়াল করে দেখুন ছবির এই মেয়েটির দুই কান থেকে গাছ বের হচ্ছে, অর্থাৎ তিনি যে ফ্যান্টাসি পছন্দ করেন এটা তার প্রমাণ৷ হেনেকেনের এখনকার ছবিগুলোতেও সেই ফ্যান্টাসি জগৎ আর রূপকথারই পরিচয় পাওয়া যায়৷
ছবি: Courtesy Uwe Henneken and Galerie Giselal Capitain, Cologne
নোর্বার্ট বিস্কি
সাবেক পূর্ব জার্মানিতে জন্ম নিয়েছিলেন বলেই হয়ত সাত লবছর বয়সে আঁকা এই ছবিতে সামরিক বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে৷ বর্তমানে বিস্কি ‘ফ্রেস্কো’ (ভেজা প্লাস্টারে জল রংয়ের ব্যবহার) আঁকেন, যেগুলোতে কিশোরদের জীবনের গল্প ফুটে ওঠে৷
ছবি: VG Bild-Kunst, Bonn, Courtesy Norbert Bisky
ফিয়া লেভান্ডোভস্কি
গ্রিম ভাইদের জনপ্রিয় রূপকথাগুলোর অন্যতম ‘লিটল রেড রাইডিং হুড’৷ মাত্র চার বছর বয়সে সেটা তুলে ধরার চেষ্টা করেছিলেন ফিয়া লেভান্ডোভস্কি৷ বর্তমানে জার্মানির বিভিন্ন স্থানে তাঁর ভাস্কর্য দেখতে পাওয়া যায়৷
ছবি: Courtesy Via Lewandowsky, Copyright VG Bild-Kunst, Bonn 2014
7 ছবি1 | 7
পরে ডাচ সরকার চিত্রকর্মগুলো বিক্রি করে দেয়৷ অভিজাত রুশ পরিবার ছেড়ে যাওয়া এক সময়ের মার্কিন নৌ-কমান্ডার জর্জ স্ট্রগ্যানোফ-শেরব্যাটোফ সেগুলো কিনে নেন৷ পরে ১৯৭১ সালে তিনি চিত্রকর্মগুলো নর্টন সিমন জাদুঘরের কাছে বিক্রি করে দেন৷ তখন থেকে এগুলো সেখানেই প্রদির্শত হচ্ছে৷
গোডস্টিকারের পুত্রবধূ মারেই ফন সাহের এগুলোর মালিকানা দাবি করে আদালতে মামলা করেন৷ ১১ বছর ধরে চলা এই মামলায় আপিল আদালতের রায়ে হারের পর তাঁর আইনজীবী লরেন্স কায়ে বলেছেন, এই রায়ে তিনি ‘হতাশ' এবং মক্কেলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবেন৷
অপরদিকে এক বিবৃতিতে সন্তোষ জানিয়ে জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, আদালতের এই রায়ে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তাঁরা আশা করছেন৷